নয়াদিল্লি, ১৪ মে : তিনিও নাকি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তাঁকে নিয়ে জল্পনা বাড়ায় ক্ষোভ উগরে দিলেন মহম্মদ শামি। তাঁর অবসর নিয়ে একটি প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে ধরে শামি লিখেছেন, ‘ভাল কিছুও লিখুন’।
আরও পড়ুন-চুক্তি বাড়াতে শর্ত দিলেন রোনাল্ডো
ইংল্যান্ডে টেস্ট সিরিজের দলে শামির থাকা নিয়ে সংশয় রয়েছে। তবে তারকা পেসারের পাশে রয়েছে বোর্ড। আইপিএলের পারফরম্যান্স টেস্ট দলে থাকার মাপকাঠি হতে পারে না বলে মনে করছে তারা। দল নির্বাচনের আগে শামির ফিটনেস নিয়ে এনসিএ-র পরামর্শ নেওয়া হতে পারে। অবসরের রিপোর্টকে মিথ্যে বলে দাবি করে শামি লিখেছেন, ‘মহারাজ দারুণ কাজ করেছ। এবার নিজের চাকরির কতদিন বাকি রয়েছে, সেটাও গুণে নাও, তারপর না হয় বাকিটা দেখবে। আপনাদের মতো লোকেরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করছে। কখনও ভাল কিছু তো লিখুন। ক্ষমা করবেন, তবে এটা আজকের সবথেকে খারাপ খবর।’
বোর্ডের এক কর্তা বলেছেন, ‘দক্ষতার দিক থেকে দেখলে শামির টেস্ট দলে থাকা নিয়ে সংশয় নেই। কিন্তু নির্বাচকদের দেখতে হবে, তার শরীর কতটা ধকল নিতে পারছে। সিরিজের মাঝে সমস্যা বাড়বে না তো?’ বোর্ড কর্তার সংযোজন, ‘আইপিএলের পারফরম্যান্স কখনও লাল বলের ক্রিকেটের মাপকাঠি হতে পারে না। নির্বাচকদের নিশ্চিত হবে যে, শামি দিনে অন্তত ১৫ ওভার বল করতে পারবে। টানা ৬-৭ ওভার বল করতে পারছে কি না, সেটাও দেখতে হবে। আইপিএলে সেখানে মাত্র চার ওভার বল করতে হয়। তাও আবার দুটো স্পেলে।’