আগামী ২২ জানুয়ারি অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরে (Ram mandir) রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিশাল অনুষ্ঠান ঘিরে দেশ জুড়ে চলছে সমারোহ। দেশজুড়ে সাজ সাজ রবের মাঝেই শুরু হয়েছে অনেক রকম বিতর্ক। মন্দিরের গর্ভগৃহের সিংহাসনে রামলালার মূর্তি নিজের হাতে স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূতি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন-অযোধ্যাগামী সবরমতি ট্রেনে নিজের অজান্তেই স্বামীর মৃতদেহের পাশে ১৩ ঘন্টা বসে স্ত্রী
এমতাবস্থায় বুধবার রতলামের ত্রিবেণীর তীরে হিন্দু জাগরণ সম্মেলনে শঙ্করাচার্য নিশ্চলানন্দ জানান, “ধর্মীয় স্থানকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হচ্ছে। এভাবে ধর্মের সঙ্গে ভোগ-বিলাসকে জুড়ে দেওয়া ঠিক নয়। রাম মন্দির নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়।’ পুরীর জগন্নাথপুরী মঠের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী ব্যক্তিগতভাবে মনে করছেন রাজনীতি না করে শাস্ত্র অনুযায়ী অযোধ্যায় রামের মূর্তি প্রতিষ্ঠা হওয়া উচিত। স্বামী নিশ্চলানন্দ সরস্বতী দারভাঙ্গার মহারাজার রাজ পুরোহিতের ছেলে।
আরও পড়ুন-চেতলায় বি.ধ্বংসী আ.গুন, পুড়ে ছাই হয়ে গেল নন্দীগ্রাম বস্তি
উদ্বোধনের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন কি না প্রশ্ন করা হলে শঙ্করাচার্য নিশ্চলানন্দ জানান, ‘যা খবর পাচ্ছি তাতে যদি মোদীজি উদ্বোধন করেন, মূর্তি স্পর্শ করেন, তাহলে আমি সেখানে গিয়ে কী করব? হাততালি দেব? আমার পদেরও মর্যাদা আছে। রাম মন্দিরে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্র অনুযায়ী করা উচিত।’ নিজের বক্তব্যে তিনি বুঝিয়ে দিলেন শাস্ত্র মেনে ধর্মীয় অনুষ্ঠান না হলে সেখানে তিনি উপস্থিত থাকেন না।