এবারের বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল তৃণমূলের সাংসদ শান্তনু সেনকে। এই ইঙ্গিত বৃহস্পতিবারই মিলেছিল। ঠিক সেই পথেই গেল গেরুয়া শিবির। এর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুন-পেগাসাস নিয়ে লোকসভায় স্লোগান অভিষেকের, বেঁধে দিলেন বিরোধিতার সুর
ট্যুইট করে কুণাল লিখেছেন, “পেগাসাস কেলেঙ্কারির প্রতিবাদ করে রাজ্যসভায় অপমানিত, লাঞ্ছিত, সাসপেন্ডেড সাংসদ শান্তনু সেন। আর অন্যের কল লিস্ট, কল রেকর্ডিং তাঁর কাছে আছে বলে প্রকাশ্যে আড়ি পাতা স্বীকার করেও LOP (limitless opportunist) গ্রেপ্তার নয় কেন? শান্তনুকে সাসপেন্ড করে প্রতিবাদের কন্ঠরোধ করা যাবে না।”
পেগাসাস কেলেঙ্কারির প্রতিবাদ করে রাজ্যসভায় অপমানিত, লাঞ্ছিত, সাসপেন্ডেড সাংসদ শান্তনু সেন। আর অন্যের কল লিস্ট, কল রেকর্ডিং তাঁর কাছে আছে বলে প্রকাশ্যে আড়ি পাতা স্বীকার করেও LOP (limitless opportunist) গ্রেপ্তার নয় কেন? শান্তনুকে সাসপেন্ড করে প্রতিবাদের কন্ঠরোধ করা যাবে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 23, 2021
পেগাসাস ফোন-আড়ি পাতাকাণ্ড নিয়ে সরব ছিলেন শান্তনু। করছিলেন প্রশ্নও। এরপরই অভিযোগ ওঠে, এই সময় বিজেপি বেঞ্চের তরফ থেকে থাকে অসংসদীয় কথা বলা হয়। শান্তনু এগিয়ে গিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাতেই বিতর্কের সুযোগ নেয় বিজেপি।
আরও পড়ুন-দিল্লি সফরে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মন্ত্রীর সঙ্গে শান্তনুর ঘটনাকে ঘিরে তাঁকে সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার সেটিই কার্যকর হল। তৃণমূল বলেছে এইভাবে প্রতিবাদ দমন করা যাবে না।