বনগাঁর সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) এদিন সিএএ (CAA) নিয়ে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashsi Panja)। তিনি বলেন, শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছেন। আজ, বুধবার সকালে একটি ভিডিও বার্তায় মন্ত্রী শশী পাঁজা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এই রাজ্যে আইন চালু করা হবে না। শান্তনু ঠাকুর দ্বিচারিতা করছেন। দিল্লিতে তিনি একরকম কথা বলছেন। আর বাংলায় এসে তিনি অন্য কথা বলছেন। ভোটের আগে এই বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এই বক্তব্য তৃণমূলের অন্যান্য নেতারাও দাবি করছেন। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এর আগে এই কথা বলেছিলেন।
আরও পড়ুন-সাধ্বী নিরঞ্জন জ্যোতির মিথ্যা.চার, প্রতি.বাদে সরব তৃণমূল কংগ্রেস
প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন। তিনি নিজে জানিয়েছেন সিএএ চালু করা হবে চলতি বছরে। ভারতবর্ষে এই আইন প্রণয়ন করা হবে। এই বার্তার পরেই দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। শান্তনু ঠাকুরও আইন চালু করার পক্ষে মন্তব্য করেছেন। এমতাবস্থায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের মানুষ নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে সিএএ চালু করা হবে না। মানুষের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি করা হচ্ছে। তাহলে তারা কি এদেশের নাগরিক নয়? যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, তারা এই দেশের নাগরিক। এই বক্তব্যই আবার মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।