সংসদে ইজ্জত মান্থলি চালুর প্রস্তাব শান্তনুর

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ইজ্জত মান্থলি প্রকল্প ফিরিয়ে আনার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন

Must read

প্রতিবেদন : রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ইজ্জত মান্থলি প্রকল্প ফিরিয়ে আনার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন। বৃহস্পতিবার রাজ্যসভার জিরো আওয়ারে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি। শান্তনু বলেন, রেল পরিষেবাকে প্রায় প্রতিবন্ধী করে দিয়েছে মোদি সরকার। প্রায় ৮০ হাজার পদ অবলুপ্তি করা হয়েছে।

আরও পড়ুন-‘ধনধান্য’ অডিটোরিয়াম তৈরি, মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের অপেক্ষা

প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় তুলে দিয়েছে। রেলের টিকিট ও প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন একটাকাও রেলভাড়া না বাড়িয়ে রেলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। গরিব নিত্যযাত্রীদের জন্য ইজ্জত মান্থলি প্রকল্পের চালু করেছিলেন, যা দিয়ে প্রতিদিন ১০০ কিমি যাত্রা করতে পারতেন লক্ষ লক্ষ গরিব মানুষ। আমজনতার স্বার্থে অবিলম্বে এই প্রকল্প ফিরিয়ে আনুক কেন্দ্র।

Latest article