সংবাদদাতা, শান্তিপুর : একদিকে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। অপরদিকে শান্তিপুর বিধানসভার উপনির্বাচন নিয়ে জনসংযোগ তৈরি এবং বাড়ি বাড়ি ভোটপ্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চালালেন প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। উপস্থিত ছিলেন বৃন্দাবন প্রামাণিক-সহ অন্য নেতারা। গত বিধানসভা ভোটের মার্জিন বাড়াতে ঝাঁপিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাড়ি বাড়ি তাঁরা প্রচারে বলছেন সরকারের একাধিক উন্নয়নের কথা।
আরও পড়ুন :দুই তৃণমূল কংগ্রেস কর্মী খুন, বিরোধীদের প্রতিহিংসার রাজনীতি চলছে
এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী এবং দুয়ারে সরকার প্রকল্পে মানুষের বিপুল সাড়া মিলেছে। বিভিন্ন প্রকল্পে তাঁরা আবেদন করেছেন। এই আগ্রহ কাজে লাগিয়ে গত বিধানসভা ভোটের মার্জিন বাড়িয়ে রেকর্ড ভোটে জিততে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেসের নেতারা। জেলা সভাপতি রত্না ঘোষ কর বলেন, মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার মানুষকে ধাপ্পা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনও আলোচনাই করেননি উন্নয়ন নিয়ে। বরং গঙ্গার ভাঙন আরও বড় আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে বিজেপি নেতৃত্ব। উজালা গ্যাস নিয়ে মানুষ দিশাহারা। বাংলার মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।