সংবাদদাতা, নদিয়া : মহাধুমধাম সহকারে নদিয়া জেলার শান্তিপুরে শ্রীশ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর বাটিতে রাধা-শ্যামসুন্দরের কুঞ্জভঙ্গের অনুষ্ঠান পালিত হল, শনিবার। শান্তিপুরের এই রাস উৎসবের সূচনা হয়েছিল মুঘল যুগে অদ্বৈত বাসভবনে। বর্তমানে সূচনা হয় বড় গোস্বামীবাড়িতে। পরের দিন বিগ্রহদর্শন। শুক্রবার ভাঙা রাসের পর শনিবার কুঞ্জভঙ্গের মাধ্যমে শেষ হয় শান্তিপুরের রাসযাত্রা। কুঞ্জভঙ্গ হল ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার এবং ভগবান ও ভক্তের মিলন। অগণিত ভক্ত উপচে পড়ে ঠাকুরবাড়িতে। মূল মন্দিরে প্রবেশের আগে রাসমঞ্চে ভক্তের কোলেই নেচে চলেন শ্রীরাধিকা ও শ্রীকৃষ্ণ।
আরও পড়ুন-ভিসা-নীতি কড়া করতে এবার রোগ নিয়ে শর্ত ট্রাম্পের
যুগলের মিলন ঘটানোর জন্যই এই দৃশ্যের নাম কুঞ্জভঙ্গ। আর এতেই রাস সমাপন। গোস্বামীবাড়িতে আরাধ্য দেবতাকে রাসমঞ্চ থেকে মূল মন্দিরে নিয়ে যাওয়ার আগে নগরকীর্তনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ ও রাধিকার পরিক্রমা চলে। এরপর গোস্বামীবাড়ির বংশধরেরা রাধাকৃষ্ণকে কোলে নিয়ে নাচতে থাকেন। শান্তিপুরের বড় গোস্বামীবাড়ি এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়িতে হাজার হাজার ভক্ত হাজির হয়। বংশধররা উপোস করে রাধারমন জিউকে কোলে করে নাচতে থাকেন। যাকে বলা হয় ভক্ত ও ভগবানের অটুট বন্ধন। যাওয়া হয় মূল মন্দিরে। বিজয়কৃষ্ণের উত্তরাধিকারী বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রানা চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

