জাতীয়

নারী-সুরক্ষায় বাংলার মুখ্যমন্ত্রীর উদ্যোগকে জোরালো সমর্থন, অপরাজিতাই দেশের মডেল হওয়া উচিত, বললেন শরদ

প্রতিবেদন : বাংলা আজ যা ভাবে, গোটা দেশ আগামিকাল সেটাই ভাবে। সেটাই ভাবতে হবে। নারী সুরক্ষার স্বার্থে ঐতিহাসিক ‘অপরাজিতা’ (Aparija Bill) ধর্ষণ-বিরোধী বিল আনার পর, দেশের ইতিহাসে নতুন নজির সৃষ্টি হয়েছে। ইতিহাস সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অপরাজিতা বিলটিকে স্বাগত জানিয়েছেন শরদ পাওয়ারের মতো জাতীয় স্তরের প্রবাদপ্রতিম নেতাও। তিনি আওয়াজ তুলেছেন, এটা একটা মডেল। এটা মহারাষ্ট্রে হওয়া উচিত, গোটা দেশেও হওয়া উচিত। শরদ পাওয়ারের সেই বার্তা তুলে ধরে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ ও অনুসরণ করা এবং তাঁর থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তৃণমূল কংগ্রেস শরদ পাওয়ারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে আরও শক্তিশালী করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপটি এই সত্যেরও প্রমাণ যে, সংস্কারের ক্ষেত্রে বাংলা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে। যারা দীর্ঘদিন ধরে দিল্লির জমিদারদের নির্দেশে বাংলার ভাবমূর্তি নষ্ট করার সর্বাত্মক চেষ্টা করে আসছে, এটি বাংলা-বিরোধী সেইসব শক্তিগুলোর জন্যও উপযুক্ত জবাব। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের কথায়, অপরাজিতা বিলটি এনে দেশে ইতিহাস তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারী-সুরক্ষায় ধর্ষণ এবং খুনের সাজা একেবারে আজীবন কারাদণ্ড থেকে ফাঁসি। এই যে ঐতিহাসিক বিল এবং শাস্তি, এতে নারী-সুরক্ষার বার্তা জোরদার হবে। এনসিপির জাতীয় নেতা এবং ভারতবর্ষের অন্যতম একজন প্রথম সারির নেতা শরদ পাওয়ার ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন বিলটিকে। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের এই অপরাজিতা বিল হচ্ছে একটা মডেল। এটা মহারাষ্ট্রে হওয়া উচিত। এটা সারা দেশে হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় নজির স্থাপন করেছেন। ফলে আমরা আবারও বলছি, বাংলা আজ যা ভাবে আগামিকাল গোটা ভারতবর্ষ তাই ভাবে এবং ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। এবার তাঁদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে নারীনির্যাতনকারীদের কঠোরতম শাস্তির ঐতিহাসিক বিল (Aparija Bill) দেশের সামনে মডেল হিসেবে রাখলেন।

আরও পড়ুন- পরিবারের পাশে রাজ্য, হরিয়ানাতে মৃত বাংলার শ্রমিকের স্ত্রীকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago