লখনউ, ৩১ মার্চ : আইপিএলের পিচ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন শার্দূল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের পেসারের দাবি, এমন উইকেট বানানো হচ্ছে, যেখানে বোলারদের কিছুই করার থাকছে না। একই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়েও মুখ খুলেছেন তিনি।
এবারের নিলামে অবিক্রিত ছিলেন শার্দূল। কিন্তু মহসিন খান চোট পাওয়াতে তাঁকে শেষ মুহূর্তে দলে নেয় লখনউ। আর এই সুযোগটা দু’হাতে লুফে নিয়েছেন অভিজ্ঞ পেসার। শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন। শার্দূলের বক্তব্য, ‘‘আমি একা নই, সব বোলাররাই চায় স্পোর্টিং পিচ। সবাই হয়তো মুখ খুলছে না। কিন্তু প্রত্যেক বোলারই এমন উইকেট চাইছে, সেখানে লড়াইটা সমানে-সমানে হবে। দুর্ভাগ্যবশত আইপিএলে শুধু ব্যাটারদের জন্যই পিচ তৈরি করা হচ্ছে। ব্যাটাররা ক্রিজে আসছে আর বল মারছে।’’
আরও পড়ুন-টিনএজার মেনসিকের প্রথম খেতাব, মাইলস্টোন অধরা জকোর
শার্দূল আরও বলেছেন, ‘‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। মূলত বিনোদনের কথা ভেবেই এই নিয়ম চালু করা হয়েছে। কিন্তু এটা খেলাটাকে অনেকটাই বদলে দিয়েছে। এখন একজন বাড়তি ব্যাটার খেলানোর সুযোগ পাচ্ছে আইপিএলের দলগুলো। ফলে স্কোরবোর্ডে অনায়াসে আড়াইশো বা তার বেশি রান উঠছে। এত রান ওঠার বড় কারণ পিচও। বোলার হিসাবে আমরা শুধু সমান সুযোগ পেতে চাইছি। এমন পিচ তৈরি হোক, যেখানে ব্যাটার ও বোলার— উভয়েই সাহায্য পাবে।’’