প্রতিবেদন : প্রথম দফার (Lok Sabha Election Phase 1) ভোটেই উত্তরের ৩ জেলায় দিদির গ্যারান্টি ও লক্ষ্মীর ভাণ্ডারের জয়-জয়কার। বিজেপির মোদির মিথ্যাচারের গ্যারান্টিকে হেলায় সরিয়ে উত্তরের মানুষ শুক্রবার বুঝিয়ে দিলেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন-আছেন-থাকবেন। এদিনের ভোটকে (Lok Sabha Election Phase 1) ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল ভবনে মন্ত্রী শশী পাঁজা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নারীশক্তির জয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে সকাল থেকে কাতারে কাতারে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। মহিলাদের উচ্ছ্বাস, উদ্দীপনা নজর কেড়েছে। আমরা তাঁদের কৃতজ্ঞতা জানাই। শশীর সংযোজন, কোচবিহারে বিজেপির মহিলা নেত্রী বলেছিলেন, তাঁরা জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন। এর জবাব দিয়েছেন উত্তরের এই তিন জেলার মা-বোনেরাই। একে নারীশক্তির জয় ছাড়া আর কী বা বলবেন! নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি যে আবেগ, ভালবাসা ও তাঁদের অর্থনৈতিকভাবে এগিয়ে দেওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো ঐতিহাসিক সময়োপযোগী প্রকল্প চালু করেছেন তাতে গোটা বাংলার মহিলাদের আশীর্বাদ ঝরে পড়ছে।