বিজেপির যে রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা তা আবারও প্রমাণ হয়ে গেল। সকলকে কাশ্মীরে যেতে নিষেধ করলেন বিরোধী দলনেতা। এই ইস্যুতে পাল্টা দিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)।
শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, “রাজ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। প্রত্যেকেই বার্তা দিয়েছেন যে তাঁরা কাশ্মীরের পাশে আছেন। আমি জানি না শুভেন্দু অধিকারীর কী অ্যালার্জি হয়েছে।” তাঁর সাফ কথা, বিজেপির কোনও নেতা বা সরকার রাজ্যবাসীকে কোনও জায়গায় যাওয়ার বিষয়ে নির্দেশ দিতে পারে না। কোনও ফরমান জারি করতে পারেন না।”
আরও পড়ুন-২৩৩০ কোটি টাকা বকেয়া আগে মেটাক কেন্দ্র : চন্দ্রিমা
শুভেন্দু বলেছিলেন, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে কোনও বাঙালির যাওয়া উচিত নয়। কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে যান। তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তিনি একটি সম্প্রদায়কে নিশানা করতে পারেন কীভাবে। কীভাবে তিনি কাউকে কোনও জায়গায় যেতে নিষেধ করতে পারেন। খোঁচা দিয়ে শশী পাঁজা বলছেন, তাঁর কাছে অবশ্য রাজ্য সরকারের থেকে বাংলাদেশের ইউনুস সরকার ভালো।