প্রতিবেদন : অপসারিত চিত্তরঞ্জন কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক বিবেক গুপ্ত। তাঁর পরিবর্তে নয়া সভাপতি নিযুক্ত করা হল মন্ত্রী ডাঃ শশী পাঁজাকে (Shashi Panja)। শুক্রবার কলেজে সরস্বতী পুজোর আয়োজন নিয়ে গোলযোগ বাধে। তারপরই ঘটনায় হস্তক্ষেপ করে এই পদক্ষেপ নিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের বিভিন্ন বিষয়ে বিধায়কের ব্যক্তিগত সচিব বলে পায়েল নাগ নামে এক মহিলা ছড়ি ঘোরাতেন। বিভিন্ন ক্ষেত্রে টাকা স্যাংশনের বিষয়েও অনেক এদিক-ওদিক করতেন ওই মহিলা। দীর্ঘদিন ধরে কলেজে এই ব্যবস্থাই চলে আসছে বলে অভিযোগ। শুক্রবার সরস্বতী পুজোর আয়োজন নিয়ে গোটা বিষয়টি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছয়। কলেজের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। খবর যায় প্রশাসনের শীর্ষ মহলে। সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথা বলেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। তারপরই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। নতুন সভাপতি হয়েছেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Shashi Panja)।
আরও পড়ুন-আজ বাজেট, স্পষ্ট কথা দলের: দেশ ডুবছে, ভোটের জন্য বড় বড় কথা বঞ্চিত সেই বাংলাই