ডবল ইঞ্জিন সরকারের অধীনে উত্তরপ্রদেশে নারী ও শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন শশী পাঁজা

নতুন করে রাজ্যের ক্ষমতায় আসার পরে এই ঘটনা যোগী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

Must read

যোগিরাজ্যে পিটিয়ে মারা হল পরিবারের ৫জনকেই। রেহাত করেনি শিশুকেও। উত্তরপ্রদেশে একটি বাড়ি থেকে উদ্ধার হল তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জনের দেহ। শনিবার এই নিয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি শুক্রবার রাতে নবাবগঞ্জ থানার খাগলপুর গ্রামে ঘটেছে। নতুন করে রাজ্যের ক্ষমতায় আসার পরে এই ঘটনা যোগী সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশের যদিও দাবি, ঘটনাটি আত্মহত্যার।

আরও পড়ুন-বাটলার বিক্রমে দিল্লির হার, বিতর্ক

জানা গিয়েছে, শনিবার সকাল ৭টায় এই ঘটনার খবর এসেছিল। প্রয়াগরাজের পুলিশ সুপার অভিষেক আগরওয়াল এই মর্মে জানান, ফরেন্সিক দল এবং পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। বাড়িতে মৃত অবস্থায় ছিল রাহুল (৪২), তাঁর স্ত্রী প্রীতি (৩৮) এবং তাঁদের তিন মেয়ে— মাহি (১৫), পিহু (১৩) এবং কুহুকে (১১)।

এই নিয়ে সরব উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। টুইট করে ধিক্কার জানিয়েছেন ডবল ইঞ্জিন সরকারকে।

 

এবার এই নিয়ে মুখ খুললেন বাংলার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডঃ শশী পাঁজা। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে টুইট করে লেখেন, ‘উত্তরপ্রদেশে অনাচার একটি ক্রমবর্ধমান সমস্যা। স্পষ্টতই, এটি বিজেপি সরকারের নজরে আসে না। মহিলা থেকে শিশু, সবাই যোগীর নজরে রাজ্যে অনিরাপদ!’

Latest article