বাড়ছে করোনা সংক্রমণ: যৌনকর্মীদের সাহায্যে মন্ত্রী শশী পাঁজা

ব্যতিক্রমী উদ্যোগ রাজ্যের নারী-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার।

Must read

ব্যতিক্রমী উদ্যোগ রাজ্যের নারী-শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজার। যৌনকর্মীদের (Sex Worker) মাথাপিছু পাঁচ (৫) কেজি চাল এবং এক (১) কেজি মুসুর ডাল দেওয়া হল। এর আগে ২০২০ এবং ২০২১ সালেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল দফতরের তরফ থেকে।

আরও পড়ুন-বিধাননগরে এবার নজর কাড়ছে তৃণমূল কংগ্রেসের কনিষ্ঠতম প্রার্থী রাখাল

কোভিডের কারণে মহামারি পরিস্থিতিতে, যৌনকর্মী (Sex Worker), দুর্দশাগ্রস্ত মহিলাদের জীবিকা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। এই প্রান্তিক মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে, সোমবার দুপুরে দফতরের মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে এই কর্মসূচির সূচনা করা হয়। নীলমণি মিত্র স্ট্রিটে যৌনকর্মীদের হাতে চাল এবং ডাল তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন রাজ্য জুড়ে একই ধরণের সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০ হাজার জনকে চাল ও ডাল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Latest article