প্রতিবেদন : জনমানসে বিভ্রান্তি ছড়ানোর জন্য অথবা বাস্তবটা আসলে কী সেটাই জানেন না। না জেনেই এই সব কথা বলছেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বাংলা নাকি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। মন্তব্যের পরই বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুরকে এই ভাষাতেই একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। অনুরাগের ওই মন্তব্যের পরই মুখ খোলেন শশী পাঁজা।
আরও পড়ুন-ভরা মাঠে আগেও খেলেছি : রিয়ান
তিনি বলেন, বাস্তবটা হচ্ছে, যাঁদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ, যাঁরা সন্ত্রাসবাদী, তাঁদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বিগত কিছুদিন ধরে অনুরাগ সিং ঠাকুরের বিদ্বেষভরা বক্তব্য, ঘৃণা ভাষণ দেশের মানুষ শুনেছেন। আপনি কেবলই ঘৃণা ছড়াচ্ছেন। আপনি বলুন, কেন্দ্র কেন বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে? কেন বন্ধ করা হল একশো দিন ও আবাসের বরাদ্দ টাকা? ক্ষমতা থাকে তো আপনি এই প্রশ্নের জবাব দিন।

