অখিল-সৌমিত্র দুয়ের নিন্দা করলেন শতাব্দী

সিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরের বিডিও অফিস মাঠে পুরন্দরপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আদিবাসী ফুটবল টুর্নামেন্টে বললেন সাংসদ শতাব্দী রায়

Must read

সংবাদদাতা, সিউড়ি : ‘রাষ্ট্রপতি হিরোইন হতে আসেননি। তাঁর পদের একটা সম্মান আছে। তাঁর মুখটা কোনও বিষয় না। রাষ্ট্রপতি না হয়ে যদি তিনি অভিনেত্রী হতে আসতেন, তাহলে তিনি মধুবালার মতো কিনা আলোচনা হত। যদিও একজ্যাক্টলি অখিল গিরি কী বলেছেন, আমার জানা নেই। তবুও আমি বলব, কারও চেহারা নিয়ে বলা উচিত নয়। আমাদের দল এটা কোনওভাবেই সমর্থন করে না। অখিল গিরি ভুল করেছেন।’ সিউড়ি দুই ব্লকের পুরন্দরপুরের বিডিও অফিস মাঠে পুরন্দরপুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আদিবাসী ফুটবল টুর্নামেন্টে বললেন সাংসদ শতাব্দী রায়।

আরও পড়ুন-মেলবোর্নের ফাইনালে আশঙ্কা সেই বৃষ্টি নিয়েই কাপের লড়াইয়ে মুখোমুখি, আজ পাকিস্তান ও ইংল্যান্ড

খেলোয়াড়দের সঙ্গে পরিচয় সেরে বলে শট মেরে উদ্বোধন করেন। পাশাপাশি সৌমিত্র খাঁরও তীব্র সমালোচনা করে বলেন, ‘উনি আরও অসভ্য। কোনও খারাপ কাজের সমালোচনা করতে গেলে কি খারাপ ভাষা প্রয়োগ করতে হবে!’

Latest article