এসআইআর সহায়তা শিবিরে শতাব্দী, হয়রানি ছাড়া কিছুই দিতে পারেনি কেন্দ্র

ওদের ভাবনা, পদক্ষেপ একটাও মানুষের উপকারে লাগেনি। উল্টে সাধারণ মানুষকে দিনের পর দিন বিভ্রান্তির শিকার হয়েছেন।

Must read

সংবাদদাতা, সিউড়ি : বুধবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় দুবরাজপুর ব্লকের বিভিন্ন এসআইআর সহায়তা শিবির ঘুরে দেখে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রানি ছাড়া কিছুই দিতে পারেনি। নোটবন্দির সময় মানুষকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। আধার কার্ড তৈরির সময় দীর্ঘ লাইন দিতে হয়েছে। কথা দিয়েছিল কালো টাকা বিদেশ থেকে নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে দেওয়া হবে, সে কথাও রাখতে পারেনি।

আরও পড়ুন-শিল্পবান্ধব পরিবেশ গড়তে একজোট হলদিয়া উন্নয়ন পর্ষদ

ওদের ভাবনা, পদক্ষেপ একটাও মানুষের উপকারে লাগেনি। উল্টে সাধারণ মানুষকে দিনের পর দিন বিভ্রান্তির শিকার হয়েছেন। এসআইআর নিয়েও দেখা যাচ্ছে কোথাও বিএলও-র নাম নেই। কোথাও নতুন ভোটার তালিকা প্রকাশ করার পর দেখা যাচ্ছে ১৩৬ জনের নাম বাদ। আবার কোথাও দেখা যাচ্ছে সম্পূর্ণ ভোটার তালিকাই প্রকাশ করা হয়নি। বিষয়টি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হয়েছে। যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের ফর্ম এই মুহূর্তে পূরণ করা হবে না। বিজেপির রাজ্য নেতারা জেলার নেতাদের কথা শুনে এই কাণ্ড ঘটাচ্ছেন। শিবিরে মানুষের যেসব সমস্যা উঠে আসবে পরবর্তী ক্ষেত্রে সেগুলি সমাধান করা হবে।

Latest article