বঙ্গ

বিজেপি-র ‘কুৎসিত অপপ্রচার’ উড়িয়ে রাজপথে বসে জমিয়ে স্ট্রিট ফুড খেলেন শতাব্দী, সঙ্গে কুণালও

বিজেপি-র কুৎসিত, অপপ্রচারের পর্দাফাঁস। কলকাতার রাজপথে বসে স্ট্রিটফুডেই দুপুরের খাওয়া সারলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। আর জানিয়ে দিলেন, শুক্রবার, তাঁর খাদ্য-বিতর্ক নিয়ে যে জলঘোলা হয়েছিল, তা বিরোধীদের অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

শুক্রবার ‘দিদির দূত’ কর্মসূচিতে বিষ্ণুপুরের তেঁতুলিয়া গ্রামে তৃণমূলের (TMC) এক কর্মীর বাড়ির উঠোনে দুপুরের খাবারের আয়োজন করা হয়। অভিযোগ, সেখানে সাংসদ শতাব্দী রায় নাকি দলের কর্মী-সমর্থকদের পাশে খেতে বসেও না খেয়ে উঠে গিয়েছেন। এই অভিযোগ উড়িয়ে শনিবার, কলকাতার রাজপথে বসে জমিয়ে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূল সাংসদ। সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। শতাব্দী সাফ জানিয়ে দিলেন, তিনি শুক্রবার ওই দলীয় কর্মীর বাড়িতে খেয়েছিলেন। যা যা মেনু ছিল, সেই ভাত ডাল, মাছ ভাজা, মাটন- সবই খান। তবে, সেটা ঘরের ভিতরে বসে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সাংবাদিক-চিত্র সাংবাদিকরাও। সেই কারণে সেই সময় তাঁরা সাংসদের খাওয়ার ছবি তুলতে পারেননি। পরে ফের ছবি তোলার জন্য সাংবাদিকরা শতাব্দীকে অনুরোধ করলে তিনি ওখানে বসে শুধু ছবি তোলেন। কিন্তু সেই ভিডিও ভাইরাল করে তৃণমূল সাংসদকে বদনাম করার অপচেষ্টা শুরু করে বিরোধীরা। রটনা হয়, যে তিনি দলীয় কর্মীর বাড়িতে খাননি। এর উত্তরে শতাব্দী এদিন তোপ দাগেন। বলেন, বীরভূম তাঁর ঘর-বাড়ি। সেখানে তিনি দলীয় কর্মীদের বাড়িতেই খান। শুধু তাই নয়, গতকাল ওই বাড়িতেই তিনি পাত পেড়ে খান। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, শতাব্দী (Shatabdi Roy)  তিনবারের সাংসদ। ওই অঞ্চলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিজেপি এই ধরনের মিথ্যা, সস্তা, কুৎসিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ কুণালের।

স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত কলকাতার ডেকার্স লেনের ফুটপাথ। সেখানে বসেই এদিন মধ্যাহ্নভোজ সারেন শতাব্দী-কুণাল। ‘ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার’-এ সামনে ফুটপাথে একটি চেয়ার নিয়ে বসে বাসন্তী পোলাও, লেমন ফিশ (Lemon Fish) খান দুজনে। কুণাল জানান, এর সঙ্গে শুক্রবারের ঘটনার কোনও সম্পর্ক নেই। এটা কয়েকদিন আগেই ঠিক করা হয়।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মূল মন্ত্রই নিবিড় জনসংযোগ। সেই মতোই সাধারণ মানুষের দরজায় যাচ্ছেন দিদির দূতরা। সেখানে মানুষের সঙ্গে মিশে সুখ-দুঃখের কথা শুনছেন। আর সেটা দেখেই ভয় পাচ্ছে বিজেপি-সহ অন্যান্য বিরোধীরা। ফলে বিভিন্ন ছুতোয় এই কর্মসূচিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। এদিন ডেকার্স লেনে খেতে খেতে শতাব্দী জানান, ”গতকাল আমি ওঁদের ঘরে বসেই খেয়েছি। আমি যখন মাটির ঘরে বসে খাচ্ছিলাম, তখন সাংবাদিকরাও সিমেন্টের ঘরে বসে খাচ্ছিলেন। কাজেই যা দেখানো হয়েছে, আমি খাইনি বলে, তা একেবারেই ঠিক নয়। এ বিষয়ে সংবাদমাধ্যমের আরও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি।”

আরও পড়ুন-প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

কুণাল ঘোষ বলেন, শতাব্দী তিনবারের সাংসদ। তিনি এতদিন ধরে দলীয় কর্মীদের বাড়িতেই খান। বিজেপি মনে রাখা উচিৎ, শতাব্দী শুধু জনপ্রতিনিধিই নন, তিনি নায়িকা-অভিনেত্রী। গ্রামে-গঞ্জে ঘুরে তাঁকে শুটিং করতে হয়েছে। এইগুলি শুধু সস্তা, কুৎসিত, অপপ্রচার। শতাব্দীর সহাস্য প্রশ্ন, এতদিন কী আমি না খেয়ে ছিলাম? এরপরেই সাংসদ সংবাদ মাধ্যমকে পাল্টা প্রস্তাব দেন, দিদি-র দূত হিসেবে তিনি গেলে, সাংবাদিকরা যেন একদিন সারাক্ষণ তাঁর সঙ্গে থাকেন। তাহলেই তিনি বুঝতে পারবেন শতাব্দী কোথায়, কী খান!

এর পাশাপাশি, দিদির দূতরা বিক্ষোভের মুখে পড়ছেন বলে, যে কথা রটছে, তার তীব্র বিরোধিতা করেন সাংসদ শতাব্দী। তিনি বলেন, বিক্ষোভ মানে কী? যখন বহু মানুষ জড়ো হয়ে কোনও দাবি বা প্রতিবাদ জানান। কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই হচ্ছে না। শুধু মাত্র, এক-দুজন কিছু না পেলে, সেটা জানাচ্ছেন। আর বেশিরভাগ মানুষই রাজ্য সরকারি পরিষেবায় সন্তুষ্ট বলে জানিয়েছেন বলে মত শতাব্দীর।

এদিন, খাদ্যমন্ত্রীর সামনে তৃণমূল কর্মী চড় মারার ঘটনা নিয়ে কুণাল ঘোষ বলেন, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু বিজেপি ষড়যন্ত্র করে ওখানে দলীয় নেতা পাঠিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে। দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন রথীন ঘোষ।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago