জয়ের হাসি হাসলেন চার অভিনেত্রী

Must read

চার কেন্দ্রের এই চার অভিনেত্রী বিপুল ভোটে জয়লাভ করেছেন (Lok Sabha Election 2024 result)। শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যের পাশাপাশি বীরভূম, মেদিনীপুর, যাদবপুর এবং হুগলি এই চার কেন্দ্রে শুধুই সবুজ ঝড় (Lok Sabha Election 2024 result)। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিল দল। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। অন্যদিকে বীরভূম এবং মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী শতাব্দী রায় ও জুন মালিয়াকে।

বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে পরাজিত করে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন। দীর্ঘদিন বীরভূমের সাংসদ হওয়ায় এই কেন্দ্র তাঁর হাতের তালুর মতো চেনা।

আরও পড়ুন- মডেল ডায়মন্ড হারবার: দেশের মধ্যে রেকর্ড ব্যবধানে জয়ী অভিষেক

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অভিনেত্রী জুন মালিয়াকে। তার বিপরীতে ছিলেন বিজেপির বিধানসভা সদস্য ও ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। আসানসোলের এই প্রাক্তন সাংসদকে পরাজিত করে এবার দিল্লি যাচ্ছেন জুন।

হুগলি কেন্দ্রে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, বিপরীতে ছিলেন বিদায়ী সংসদ সদস্য বিজেপির লকেট চট্টোপাধ্যায়। পরিণত এই রাজনীতিবিদকে তুড়ি মেরে হারিয়ে দিয়ে হুগলির নতুন সংসদ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যতম হেভিওয়েট কেন্দ্র যাদবপুরে তৃণমূলের যুব সভা নেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছিল দল। সেখানেও সবুজ ঝড় ওড়ালেন সায়নী। যাদবপুরে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে এবার দিল্লির সংসদ সদস্য হলেন।

Latest article