সংবাদদাতা, সিউড়ি : আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে চতুর্থবারের জন্য লড়াই করছেন শতাব্দী রায়। সোমবার সিউড়ির জেলাশাসক অফিসে মনোনয়নপত্র জমা দিলেন।
আরও পড়ুন-বনগাঁয় জিতবে তৃণমূলই কর্মিসভায় সুব্রত বক্সি
পরে বললেন, নির্বাচনে লড়াই করতে গেলে একজন প্রার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস এবং মানুষের প্রতি ভরসা। দুটোই আমার আছে। তাই বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে সংশয় নেই। বিরোধী রাজনৈতিক দলগুলো, মূলত বিজেপি বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু মানুষ সেসব শুনছে কিন্তু বিশ্বাস করছে না। বীরভূম কেন্দ্রের বিভিন্ন জায়গায় আমি প্রচার সেরে ফেলেছি। এলাকায় গেলে মানুষ বলছে বিজেপি নতুন নতুন এমন প্রতিশ্রুতি দিচ্ছে যা ভবিষ্যতে কখনও বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। তাই মানুষের কাছে বিজেপিকে নিয়ে আমাকে নতুন করে কিছু বলতে হচ্ছে না। বিজেপি প্রার্থীর প্রতিশ্রুতির কথা শুনেই সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বীরভূম কেন্দ্রে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দেবেন। আমরা মানুষের কাছে যাচ্ছি ওঁর জনমুখী প্রকল্পের সফলতার খতিয়ান নিয়ে। ১১ বছর ধরে মুখ্যমন্ত্রী মানুষকে কী কী সরকারি সুবিধা দিয়েছেন, বলছি। আর বলছি কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে কীভাবে বঞ্চিত করেছ। সেই সঙ্গে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূলে নেতা-মন্ত্রীদের হয়রানি করছে, তাতেও মানুষ অত্যন্ত বিরক্ত।