প্রতিবেদন : যুবভারতী-কাণ্ডে ১৪ দিনের পুলিশ হেফাজত আয়োজক শতদ্রু দত্তের। শনিবারই ‘গোট কনসার্ট’ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে বিধাননগর আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
যুবভারতী স্টেডিয়ামে ‘গোট কনসার্ট’ অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা আর গাফিলতি বেসরকারি সংস্থার!
আরও পড়ুন-১২২ বছর পর রহস্য উন্মোচন, কোনারক মন্দিরের গর্ভগৃহে খনন শুরু
শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। মোটা অঙ্কের টিকিট কেটেও স্বপ্নের নায়ককে একঝলকও ঠিকমতো দেখতে পারেননি দর্শকরা। তাতেই দর্শকদের মধ্যে ক্ষোভের ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামে নির্বিচারে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। লাগানো হয় আগুন। গুঁড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানের তোরণ, ছেঁড়া হয় লিওনেল মেসির ছবি দেওয়া ফ্লেক্স। আয়োজন ও পরিচালনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগে শনিবার সন্ধ্যাতেই মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে প্রথমে আটক করা হয়, পরে গ্রেফতার করা হয়।


