বিপন্ন অর্থনীতি, হাতিয়ার ইডি, সিবিআই

Must read

সংবাদদাতা, আসানসোল : বিরোধী কণ্ঠকে ইডি, সিবিআই দিয়ে স্তব্ধ করতে চাইছে কেন্দ্রের শাসক দল। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে এইভাবে বিরোধী কণ্ঠকে দাবিয়ে রাখা যায় না। সাধারণ মানুষই এই স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠবেন। আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজিত কৃতী ছাত্রছাত্রীদের এক সংবর্ধনা সভায় এমনই মন্তব্য করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। তিনি বলেন, মানুষই দেখতে পাচ্ছেন, কেন্দ্রের এই সরকার বিজেপি-র কোনও নেতা-মন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করে না। কিন্তু যারা সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে জনমত গঠন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই ইডি, সিবিআই, এনআইএ লাগিয়ে দেওয়া হচ্ছে। বর্ষীয়ান এই অভিনেতা (Shatrughan Sinha) সাংসদ প্রশ্ন তোলেন, ‘‘বিজেপির নেতা-মন্ত্রীরা কি সবাই দুধে ধোয়া তুলসী পাতা? নরেন্দ্র মোদি, অমিত শাহরা ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। দেশের অর্থনীতি আজ তলানিতে এসে ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকার সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই বিরোধী নেতা-মন্ত্রীদের ইডি, সিবিআইয়ের মতো সংস্থাগুলিকে দিয়ে ক্রমাগত হয়রান করে চলেছে। মনে রাখবেন, যাদের এইভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে কণ্ঠকে স্তব্ধ করতে চাইছে কেন্দ্র, তাঁদের সবাই জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। সভায় তিনশো জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল নগরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াশিমুল হক, পুরপিতা অশোক রুদ্র প্রমুখ।

আরও পড়ুন: ডায়মন্ড হারবার মেডিক্যালে বিরল অস্ত্রোপচার

Latest article