সংবাদদাতা, দুর্গাপুর : শনিবার সন্ধ্যায় আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে এসে পাণ্ডবেশ্বর ও লাউদোহার দুটি কর্মিসভাতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বলেন, ‘‘পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি পুরনো ভিডিওর সত্যতা যাচাই না করেই নির্বাচন কমিশন ৭ দিনের জন্য তাঁকে প্রচার থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। অথচ বিজেপির অগ্নিমিত্রা পাল যখন হুমকি দিলেন, তাঁকে শো-কজ করেই ছেড়ে দিল কমিশন। এ থেকেই স্পষ্ট, কমিশন নিরপেক্ষ নয়।’’ লক্ষাধিক ভোটের ব্যবধানে শত্রুঘ্ন জিতবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান তিনি (Anubrata Mondal)।