চুলচেরা খবর রয়েছে তাঁর কাছে, বোঝালেন নেত্রী

এতটাই মনিটর করেছেন, বাংলার কোন একটা প্রত্যন্ত গ্রামে এক এজেন্ট টিফিনের প্যাকেট পাননি সে খবরও তাঁর কাছে পৌঁছেছে।

Must read

প্রতিবেদন : তিনি দেশনেত্রী। আবার দলনেত্রীও। তাই নিজের দল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ চুলচেরা খবর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ফলাফলের বিস্তারিত রিপোর্ট পৌঁছেছে তাঁর কাছে। সেই রিপোর্ট বিশ্লেষণের কাজ চলছে। কিছু জায়গার প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে। তবে গোটা নির্বাচন প্রক্রিয়ায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রতিটি কোনায় প্রতিটি ব্লকে সাংগঠনিক স্তরে কোথায় কে কীভাবে কাজ করেছে তার প্রতি ইঞ্চিতে খবর রেখেছেন নেত্রী। এতটাই মনিটর করেছেন, বাংলার কোন একটা প্রত্যন্ত গ্রামে এক এজেন্ট টিফিনের প্যাকেট পাননি সে খবরও তাঁর কাছে পৌঁছেছে। শনিবার কালীঘাটে তাঁর বাসভবনে নির্বাচিত সাংসদ, সাংগঠনিক জেলা সভাপতি ও দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে নিয়ে যে বৈঠক ডেকেছিলেন নেত্রী, সেখানেই তিনি বুঝিয়ে দিলেন ভোট পর্বে বাংলা জুড়ে দলের কোথায় কে কী করেছে তা তাঁর নখদর্পণে।

আরও পড়ুন-হেরে বিজেপির মিথ্যাচার শুরু, তৃণমূল এগিয়ে ১৯২টি কেন্দ্রে

নেত্রী এদিন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জেলাভিত্তিক তো বটেই একেবারে ব্লক ভিত্তিক, বুথ ভিত্তিক সাংগঠনিক স্তরে কোথায় কী ঘটেছে, কে কী ভূমিকা পালন করেছে সব খবর তাঁর কাছে রয়েছে। যেখানে দল ভাল করেছে সেখানে আরও ভাল করতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। সেইসঙ্গে যেসব জায়গায় তুলনামূলকভাবে ফল খারাপ হয়েছে সেখানে কেন খারাপ হল তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন। একেবারে নাম ধরে ডেকে ভাল-খারাপ যেখানে যা হয়েছে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এলাকা ধরে পর্যালোচনা করেছেন। তা করতে গিয়ে কয়েকজনকে কড়া বার্তাও দিয়েছেন নেত্রী।

Latest article