লালবাজারের গোয়েন্দাদের জালে শেখ বিনোদ

তদন্তে নেমে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালাবাজারের দুঁদে গোয়েন্দাদের তৎপরতায় এবারে জালে পড়ল জালিয়াতি চক্রের মাথা শেখ বিনোদ।

Must read

প্রতিবেদন : আবার পুলিশের জালে কলকাতার কুখ্যাত সমাজবিরোধী শেখ বিনোদ। তবে এবারে ডাকাতি বা অন্য কোনও অভিযোগে নয়, শেখ বিনোদ শুক্রবার গ্রেফতার হয়েছে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে। প্রতারণার অঙ্কটা রীতিমতো চমকে ওঠার মতো, ৪৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিআইটি রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখার মাধ্যমেই চালানো হচ্ছিল এই জালিয়াতির কারবার। নেপথ্যে বিনোদের অঙ্গুলিহেলন।

আরও পড়ুন-শ্রেয়সের সেঞ্চুরি, জবাব দিচ্ছে নিউজিল্যান্ডও

এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালাবাজারের দুঁদে গোয়েন্দাদের তৎপরতায় এবারে জালে পড়ল জালিয়াতি চক্রের মাথা শেখ বিনোদ। জালিয়াতির মধ্যমণি ব্যাঙ্কেরই এক আউটসোর্স কর্মী। ধৃতের তালিকায় নাম আছে ওই কর্মীরও। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিল দুই জালিয়াত। অপারেশন চলত ওই অ্যাকাউন্টের মাধ্যমেই।

আরও পড়ুন-আফ্রিকায় করোনা বিরাটদের সফর অনিশ্চিত

ব্যাঙ্কের এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামেন পুলিশের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড শাখার অফিসাররা। বেআব্রু হয় জালিয়াতি চক্র। ১১ জনকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উঠে আসে শেখ বিনোদের নাম। কলসেন্টারের নামে অনলাইন জালিয়াতির অভিযোগেও বিনোদকে খুঁজছিল পুলিশ।

লক্ষণীয়, ৯০-এর দশকে বাম আমলে বিনোদ দলবল নিয়ে ডাকাতি এবং তোলাবাজি চালাত মূলত দক্ষিণ শহরতলিতে। একবার জনতার তাড়া খেয়ে কোনওরকমে ছদ্মবেশে পালিয়ে প্রাণ বাঁচায় সে। পুলিশ তাকে খুঁজছিল হন্যে হয়ে। পরে বিনোদ তার অপারেশনের ধরন বদলায়।

Latest article