রাজনীতির ঊর্ধে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, বললেন শেখ হাসিনা

Must read

নয়াদিল্লি ও কলকাতা : দিল্লিতে না থেকেও আলোচনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে আয়োজিত নৈশভোজে হাসিনা (Sheikh Hasina- Mamata Banerjee) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত গভির সম্পর্ক। রাজনীতির ঊর্ধে এই সম্পর্ক। দিল্লিতে তাঁর সঙ্গে দেখা হলে ভাল হতো। অন্যদিকে কলকাতাতেও একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার প্রসঙ্গ উত্থাপন করে তাঁকে ভারতে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina- Mamata Banerjee) ভারতবর্ষে। ৫-৮ তারিখ পর্যন্ত আছেন। পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে বাংলাদেশকে আমাদের প্রণাম এবং সালাম জানাই। সেখানের শিক্ষকদেরও শুভেচ্ছা জানাই, সংস্কৃতির দিক থেকে ওঁদের সঙ্গে আমাদের কোনও পার্থক্য নেই। আজ ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক।

আরও পড়ুন: বিলকিস আমার ছাত্রী নয়

Latest article