প্রতিবেদন : একাধিক জনমত সমীক্ষায় স্পষ্ট হয়ে গিয়েছে, কর্নাটকে আর ক্ষমতায় ফিরছে না বিজেপি। দলের প্রার্থী তালিকায় বহু পুরনো নেতা-মন্ত্রী ও বিধায়ক এবার টিকিট পাননি। টিকিট না পাওয়া নেতা-মন্ত্রীরা ইতিমধ্যে বিজেপি ছাড়তে শুরু করেছেন। যা গেরুয়া দলকে নির্বাচনের আগেই আরও বিপাকে ফেলেছে। যাঁরা এখনও দল ছাড়েননি তাঁরা অবশ্য নির্বাচনী প্রক্রিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন।
আরও পড়ুন-প্রবল তাপপ্রবাহে ইউরোপে মৃত্যুর রেকর্ড গড়েছে ২০২২, চাঞ্চল্যকর রিপোর্ট
দলের মুখ রক্ষা করতে তাই বিদ্রোহী বিজেপি নেতাদের মান ভাঙাতে সক্রিয় হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই মোদি কে এস ঈশ্বরাপ্পা-সহ বেশ কয়েকজনকে ফোন করেছেন। কিন্তু কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার সাফ জানিয়েছেন, মোদি ডাকলেও তিনি আর বিজেপিতে ফিরবেন না।
আরও পড়ুন-সুদানে বেড়েই চলেছে মৃত্যু মিছিল, ভুগছে প্রবল খাদ্য সংকটে, শুরু অপারেশন কাবেরী
এই প্রবীণ নেতা বলেছেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমি কর্নাটকে বিজেপিকে শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছি। যখন বিজেপিতে যোগ দিয়েছিলাম, তখন রাজ্যে বিজেপির পতাকা ধরার লোকও ছিল না। কিন্তু বিধানসভার টিকিট বণ্টন নিয়ে যেভাবে আমায় অপমান করা হয়েছে, তা কল্পনাও করতে পারিনি। এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ।