শেভচেঙ্কোর উদ্যোগ

ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ শেভচেঙ্কো এই মুহূর্তে ফুটবল নয়, দেশের মানুষের নিরাপত্তা নিয়েই মাথা ঘামাচ্ছেন।

Must read

কিয়েভ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনসাধারণের জন্য ত্রাণ তলবিল গড়ার উদ্যোগ নিলেন আন্দ্রে শেভচেঙ্কো। ইউক্রেনের সর্বকালের সেরা ফুটবলার তথা জাতীয় দলের প্রাক্তন কোচ শেভচেঙ্কো এই মুহূর্তে ফুটবল নয়, দেশের মানুষের নিরাপত্তা নিয়েই মাথা ঘামাচ্ছেন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘এখন আমার একটাই চিন্তা, কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানো যায়। আমার যখন কিছুটা পরিচিতি এবং সামর্থ্য আছে, তখন এই কঠিন সময়ে কেন তাকে কাজে লাগাব না। তাই ত্রাণ তহবিল গড়ার চেষ্টা করছি। খুব ভাল সাড়াও পাচ্ছি।’’

আরও পড়ুন-‘আপনার মন্তব্যে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে’, রাজ্যপালকে চিঠিতে জানালেন মুখ্যমন্ত্রী

একটা সময় চেলসি এবং এসি মিলানের মতো ক্লাবে দাপিয়ে খেলা শেভচেঙ্কো আরও জানিয়েছেন, যুদ্ধক্ষেত্র থেকে সাধারণ মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা এবং তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা নিয়েও তিনি উদ্যোগ নিচ্ছেন।

Latest article