আসতে চলেছে নতুন চমক? বাংলা সিনেমার স্বার্থে একজোট হতে চলেছে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার একটি বৈঠকে যৌথভাবে শিবপ্রসাদ ও নন্দিতাকে (Shibaprasad Mukherjee_Nandita Roy) সিনেমা বানানোর আর্জি জানানো হয়েছে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মসের পক্ষ থেকে।
আরও পড়ুন- পুজো মিটতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু জোরকদমে
এই বিষয়ে কন্টেন্ট, কাস্টিং সবেতেই শিবপ্রসাদের (Shibaprasad Mukherjee_Nandita Roy) উপর ভরসা রাখবে বলে জানিয়েছে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস। শুধু প্রযোজনার দায়িত্বে থাকবে এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস। বোঝাই যাচ্ছে, পুজোয় বাংলা সিনেমার ব্যবসা মুখ থুবড়ে পড়েছে বলে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সেখানে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাসও। তিনিও এমন প্রস্তাবে খুশি।
এই প্রসঙ্গে শিবপ্রসাদ জানিয়েছেন, সুযোগ পেলে নিশ্চয়ই করবেন। সেই প্রেক্ষিতেই পালটা এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস যৌথভাবে ‘শিবপ্রসাদ পরিচালিত সিনেমা’ প্রযোজনা করার ইচ্ছেপ্রকাশ করে।

