প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

Must read

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খন্ড মুক্তি মোর্চার প্রাক্তন সাংসদ শিবু সোরেন (Shibu Soren) প্রয়াত। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সাংসদ-পুত্র হেমন্ত সোরেন। দীর্ঘদিন রোগ শয্যায় থাকার পর ৮১ বছর বয়সে প্রয়াত প্রায় চার দশকের রাজনীতিক।

সোমবার সকালে দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয় বর্ষীয়ান রাজনীতিকের। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে হেমন্ত সোরেন বলেন, সকলের প্রিয় দিশম গুরুজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি সব হারালাম।

আরও পড়ুন-বিজেপি চাইছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ

প্রায় ছয়মাস যাবৎ অসুস্থ ছিলেন প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী (Shibu Soren)। কয়েকদিন আগে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। যদিও দুদিন আগে তাঁর অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছিলেন চিকিৎসকরা। কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিক। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঝাড়খণ্ড রাজ্য গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শিবু সোরেন ১৯৭২ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গঠনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলা শুরু করেন। এরপর আটবার তিনি জেএমএম-এর লোকসভার সাংসদ নির্বাচিত হন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ পদে ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্যসভায় একটি আসনও খালি হল।

Latest article