জিম্বাবোয়ে সফরে নেতা শিখর, দলে ফিরলেন চাহার

এছাড়া চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন দীপক চাহার। এই চোটের জন্য সিএসকে-র হয়ে আইপিএলে খেলতে পারেননি এই মিডিয়াম পেসার

Must read

মুম্বই, ৩০ জুলাই : জিম্বাবোয়ে সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলকে বেছে নিলেন নির্বাচকরা। শিখর ধাওয়ান এই দলের নেতৃত্ব দেবেন। বিরাট কোহলি ও কে এল রাহুলকে এই সফরেও বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা এশিয়া কাপের আগে বিশ্রাম দিয়েছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিকেও। এছাড়া চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরলেন দীপক চাহার। এই চোটের জন্য সিএসকে-র হয়ে আইপিএলে খেলতে পারেননি এই মিডিয়াম পেসার।

আরও পড়ুন-‘আরও কিছু পরিকল্পনা আছে, সেগুলি কার্যকর করতে হবে’, জিতেও উন্নতির বার্তা রোহিতের

জিম্বাবোয়েতে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। রোহিত ও রাহুল না থাকায় এই সফরে নেতৃত্ব দেবেন শিখর। কোভিডের পর রাহুলকেও আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। কেউ কেউ ভেবেছিলেন ফর্মে ফিরতে এই সফরে বিরাট দলের সঙ্গে যেতে পারেন। কিন্তু নির্বাচকরা তাঁকে বিশ্রাম দিতে চেয়েছেন।
জিম্বাবোয়ে সফরের দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিসান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।

Latest article