সংবাদদাতা, বারাসাত : জয় পেল ‘শিক্ষাশ্রী’। পিছনেই ‘সবুজসাথী’। মঙ্গলবার, ১৬ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খেলা হবে দিবস পালিত হয়। সেই উপলক্ষে বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ড থেকে খেলোয়াড় বাছাই করে ৮টি দল গড়ে বারাসতে সুভাষ ময়দানে এমপি কাপ দিবারাত্রি নক-আউট ফুলবল প্রতিযোগিতা হয়।
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে কলেজে কলেজে হল প্রস্তুতিসভা
আয়োজক বারাসত শহর তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলেছিল মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের নামে দলের নামকরণে। কন্যাশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, রূপশ্রী, লক্ষ্মীরভাণ্ডার, শিক্ষাশ্রী ও গতিধারা— এই আট প্রকল্পের নামে আট দলের নাম। খেলায় জেতে ১৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা সমীর কুণ্ডুর দল শিক্ষাশ্রী। রানার্স ৩০ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়ের দল সবুজসাথী। মাঠে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, অশনি মুখোপাধ্যায়, তাপস দাশগুপ্ত, অরুণ ভৌমিক প্রমুখ।