পড়ুয়াদের জন্য নতুন সিলেবাসের বইয়ের পিডিএফ আপলোড করল শিক্ষা সংসদ

পড়ুয়া এবং শিক্ষকদের পর্যালোচিত বইয়ের যে অংশ যেমন প্রয়োজন তেমন তারা সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।

Must read

প্রতিবেদন : প্রায় এগারো বছর পর বদল করা হয়েছে একাদশ-দ্বাদশের সিলেবাস। নয়া পাঠক্রমে বেশ কিছু নতুন বিষয় যেমন যোগ করা হয়েছে তেমন অনেক কিছু বাদ দেওয়াও হয়েছে। নয়া পাঠক্রমের বই ছাপাতে দেওয়া হলেও তা কবে আসবে সেই নিয়ে রীতিমতো সংশয়ে পড়ুয়া থেকে সংসদ। তাই এবার পড়ুয়া এবং শিক্ষকদের সুবিধার্থে অনলাইনে নতুন সিলেবাসের সমস্ত ভাষার বইয়ের পিডিএফ আপলোড করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পড়ুয়া এবং শিক্ষকদের পর্যালোচিত বইয়ের যে অংশ যেমন প্রয়োজন তেমন তারা সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে।

আরও পড়ুন-দু’দিন আগেই বুথে পৌঁছে গেলেন গোসাবার ভোটকর্মীরা

জানা গিয়েছে, বাংলা, ইংরেজি-সহ বিভিন্ন ভাষার বই পেতে জুন মাসের তৃতীয় সপ্তাহ হয়ে যাবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যেহেতু বই ছেপে আসতে দেরি হচ্ছে, তাই সম্পূর্ণ বিনামূল্যে সংসদের ওয়েবসাইট থেকে এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে সকলে। ৫২টি অন্যান্য বিষয়ের বই বাজারে আসতে শুরু করেছে। যেহেতু নতুন কোনও বই প্রকাশ করতে গেলে সেটিকে প্রকাশকদের কাছ থেকে ঘুরে শিক্ষা দফতর হয়ে অনেকগুলি ধাপ পেরিয়ে তারপর ছাপানো হয়, তাই গোটা বিষয়টি যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। সেই কারণে দ্রুত যাতে বইগুলি পড়ুয়াদের হাতে পৌঁছে যায়, তার জন্য শিক্ষা সংসদ সবরকম ব্যবস্থা করছে।

Latest article