সংবাদদাতা, বাঁকুড়া : ২০২৪-এর শিক্ষারত্ন পাচ্ছেন বাঁকুড়া জিলা স্কুলের ইংরেজির শিক্ষক রক্তিম মুখোপাধ্যায়। রুটিনমাফিক বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের শিক্ষাদান ছাড়াও বিদ্যালয় এবং পাঠসংক্রান্ত আনুষঙ্গিক বহু কাজে যুক্ত তিনি। লোকসভা নির্বাচনের আগে জিলা স্কুলের ছাত্রদের নিয়ে ‘মক পার্লামেন্ট’ গঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজকর্মেও সক্রিয়ভাবে যুক্ত এই শিক্ষকের রয়েছে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে যথেষ্ট কার্যকরী ভূমিকা।
আরও পড়ুন-জেলায় জেলায় বর্ণময় সচেতনতা পদযাত্রা, দুই পুলিশকর্তাকে সেবাপদক
অনলাইনে আবেদনের পর জেলাভিত্তিক স্ক্রিনিং হয়। ২৭ জুলাই হয় পারসোনালিটি টেস্ট। তার পরই মেল করে জানানো হয় তিনি পাচ্ছেন এবার রাজ্যের শিক্ষারত্ন ২০২৪ পুরস্কার। বর্ধমানের গুসকরায় আদি বাড়ি হলেও রক্তিমের জন্ম ঝাড়খণ্ডের মাইথনে। বাবা ছিলেন পাঞ্চেতের এক স্কুলের প্রধান শিক্ষক। ছোট থেকেই মেধাবী রক্তিম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করার পর বিশ্বভারতী থেকে পিএইচডি করেন। বাঁকুড়া জিলা স্কুলে যোগ দেন ২০০৪ সালের মার্চে।