সংবাদদাতা, দুর্গাপুর: পানাগড়ের মঞ্চ থেকে নারীর ক্ষমতায়নের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা মতই এবার শিল্প সভার মূল থিমই হল ‘শিল্প বিকাশে নারীদের অবদান ও কর্তব্য’। দক্ষিণ বঙ্গের অন্যতম বণিক সংগঠন ‘ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অই কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফসবেকি)’ রানিগঞ্জে দু’দিনের শিল্প সভার আয়োজন করে। এই শিল্প সভায় উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলি থেকে মোট ৩৫ জন শিল্পোদ্যোগীকে আমন্ত্রন জানানো হয়।
আরও পড়ুন :ফের ধস পাহাড়ে, চাপা পড়ল লরি
মুখ্যমন্ত্রী গত ১ সেপ্টেম্বর পানাগড়ের মঞ্চ থেকে ভাঙ্গা চাল থেকে ‘ইথানল’ তৈরির প্রকল্পের কথা বলেন। মহিলারা এই ধরণের শিল্প স্থাপনে উৎসাহিত হলে রাজ্যের অর্থনৈতিক অবস্থান অনেকটাই মজবুত হবে বলে জানান সংগঠনের সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান। তিনি বলেন, ‘দেশের জনসংখ্যার ৫০ শতাংশই হলেন মহিলা। তাঁরা যদি শিল্পে আগ্রহী হন তাহলে শিল্পের অগ্রগতি হবে। সেই কারণেই তাঁদের সংগঠনের পক্ষ থেকে এবার মূলত মহিলা উদ্যোগপতি তৈরির উপর জোর দেওয়া হবে।’
আরও পড়ুন :ফের ধস পাহাড়ে, চাপা পড়ল লরি
একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের প্রতিটি শহরে মাত্র দশ থেকে ১৫ শতাংশ মহিলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিল্প বা ব্যবসার সাথে যুক্ত থাকেন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, যিনি স্বপ্ন দেখেন এ রাজ্যকে শিল্পে দেশের মধ্যে সর্বোচ্চ স্থানে তুলে নিয়ে যাওয়ার, সেই রাজ্যে মহিলারা যদি শিল্প গঠনে এগিয়ে না আসেন, তাহলে মুখ্যমন্ত্রীর স্বপ্নই যে অধরা থেকে যাবে। তাই দুদিনের এই শিল্প সম্মেলনে রাজ্যের মহিলাদের শিল্পমুখী করে তোলার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান রাজেন্দ্র প্রসাদবাবু। সংগঠনের তরফে শিল্প বা ব্যবসা স্থাপনে ইচ্ছুক মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া,ব্যাঙ্ক ঋণ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করা ছাড়াও তাঁদের উৎপাদিত পন্য বাজারজাত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরণের সাহায্য করা হবে বলে জানান এই বণিক সংগঠনের সভাপতি। ফসবেকি-র তরফ থেকে নেওয়া এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ‘রানিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের’ প্রাক্তন সভাপতি সন্দীপ ভালোটিয়া। তিনি বলেন, বস্ত্র ও প্রসাধনী শিল্পে মহিলারা অনেক আগেই এগিয়ে এসেছেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…