শিন্ডেকে বিশ্বাসঘাতক তকমা ‘সেনা’র অরাজকতা হোটেলে, আক্রান্ত কৌতুকশিল্পী কুণাল কামরা

চরম অরাজকতা বিজেপির মহারাষ্ট্রে। একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলে দেগে দেওয়ায় সেনার হাত আক্রান্ত হলেন কৌতুকশিল্পী কুণাল কামরা।

Must read

প্রতিবেদন : চরম অরাজকতা বিজেপির মহারাষ্ট্রে। একনাথ শিন্ডেকে (Shinde) বিশ্বাসঘাতক বলে দেগে দেওয়ায় সেনার হাত আক্রান্ত হলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। ক্ষিপ্ত শিন্ডে-সেনা অনুগামীদের নিয়ে ভাঙচুর চালাল হোটেলে। ২০২২ সাল থেকে বিজেপির সঙ্গে জোট বেঁধে উদ্ধবকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন শিন্ডে। বর্তমানে উপমুখ্যমন্ত্রীর পদে তিনি। এই অবস্থায় একনাথ শিণ্ডেকে ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ দাগেন কৌতুকশিল্পী কুণাল কামরা। এরপরই শিন্ডে-সেনারা মুম্বইয়ের হোটেলে চড়াও হন। ভাঙচুর চালান।

আরও পড়ুন-বিজেপিতে কোন্দল চরমে নেতার মুখে কালি, ভাঙচুর

একইসঙ্গে হুমকি, এটা শুধু ‘ট্রেলার’। এরকম কথা বললে, আবারও হবে হামলা। পাল্টা আদিত্য ঠাকরে বলেন, সত্যি কথা বলায় ভয় পেয়েছে শিন্ডে-শিবির। তাই রাজ্যে অরাজকতা তৈরি করছেন তাঁরা। মুম্বইয়ের দ্য ইউনিকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে কৌতুক শিল্পী কুণাল কামরা একনাথ শিন্ডে বিশ্বাসঘাতক বলে একটি প্যারোডি করেন। বলিউডি গানের প্যারোডিতে তিনি শিন্ডেকে নিশানা করতেই সশস্ত্র অবস্থায় শিন্ডে শিবিরের কর্মীরা হোটেলে হানা দেয়। রবিবার রাতে ভাঙচুর চালানো হয় ওই হোটেলে। সেই হামলার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সোশ্যাল মিডিয়া আদিত্যের দাবি, সত্যি কথা বলেছিলেন কমেডিয়ান কুণাল কামরা। তা সহ্য করতে না পেরে অরাজকতা চালিয়েছেন কর্মীরা।

Latest article