ছিঃ! মিথ্যা অভিযোগে অন্ধ মহিলাকে মারধর বিজেপি নেত্রীর

সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুরের গোরখপুরের একটি চার্চে বড়দিনের উৎসব আয়োজনের জন্য স্থানীয় বহু মানুষ জমায়েত হয়েছিলেন।

Must read

জবলপুর : ছিঃ বিজেপি ছিঃ! গেরুয়া শিবিরে অত্যাচারের হাত থেকে রেহাই পেলেন না অন্ধ মহিলাও। মিথ্যে অভিযোগে তাঁকে ব্যাপক মারধর করলেন বিজেপির স্থানীয় নেত্রী অঞ্জু ভার্গব। ন্যক্কারজনক এই ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের জবলপুর।
অন্ধ মহিলাকে ধর্মান্তরণের মিথ্যে অভিযোগ দিয়ে বিজেপি নেত্রীর মারের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। উঠল নিন্দার ঝড়।

আরও পড়ুন-প্রবল ঠান্ডা ও দূষণের দাপটে কাবু দিল্লি

সম্প্রতি মধ্যপ্রদেশের জবলপুরের গোরখপুরের একটি চার্চে বড়দিনের উৎসব আয়োজনের জন্য স্থানীয় বহু মানুষ জমায়েত হয়েছিলেন। তাঁদের মধ্যে খ্রিস্টান সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের মানুষও ছিলেন। আচমকাই খবর ছড়িয়ে পড়ে চার্চে ধর্মান্তকরণ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই চার্চ ঘিরে ধরে একাধিক ধর্মীয় সম্প্রদায় ও বজরং দলের লোকেরা। চার্চের ভিতর ঢুকে রীতিমতো হামলা চালায় তারা। স্থানীয় মানুষের স্বাধীন চিন্তায় বিজেপির দখলদারির বিরোধিতা করেন এক অন্ধ মহিলা। আর তখনই তাঁর উপর চড়াও হয় বিজেপি নেত্রী অঞ্জু ভার্গব।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছায় চার্চে আসা স্থানীয় মানুষ বিজেপির হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন। অন্ধ মহিলা অঞ্জু ভার্গবকে ধর্মীয় প্রতিষ্ঠানে এসে শান্ত থাকার কথা বলেন বারবার। তখনই ওই হিন্দু মহিলার উপর চড়াও হয় অঞ্জু। ঘটনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেসের তরফ থেকে এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং নৃশংস বলে বর্ণনা করা হয়েছে।

Latest article