বঙ্গ

ছিঃ বিজেপি! বিহার দেখিয়ে হুমকি বাংলাকে, কড়া জবাব তৃণমূলের

প্রতিবেদন : বাংলায় শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিহারের নির্বাচনী ফলাফলের পর বিজেপির বাংলা দখলের দিবাস্বপ্নের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের এটাই জবাব। কারণ বাংলার মানুষ তাদের ঘরের মেয়েকেই চায়। এখানে বহিরাগত জমিদারদের কোনও জায়গা নেই, একাধিকবার তা বুঝিয়ে দিয়েছেন বাংলার মানুষ। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও তাঁরা বুঝিয়ে দেবেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের কোনও বিকল্প নেই। তৃণমূলের সাংসদ, মন্ত্রী, নেতারাও এই কথাই বলেছেন।

আরও পড়ুন-দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে নদীখাদে গাড়ি পড়ে মৃত ৫

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলার উত্তর থেকে দক্ষিণে শুধুমাত্র একজনই আছেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি মানুষের আশীর্বাদে আবারও থাকবেন। গিরিরাজ সিং বাংলার প্রাপ্য অর্থ না দিয়ে, বাংলার প্রতিনিধিদের সঙ্গে দেখা না করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান, তাঁর মুখে বাংলা দখলের কথা মানায় না। মন্ত্রী শশী পাঁজা বলেন, বিজেপি একটা বিষবৃক্ষ! মুখ খুললেই বিষ ছড়াচ্ছেন বিজেপির ছোট-বড় নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বাংলাকে অপমান করতে গিয়ে সীমা ছাড়িয়েছেন। সব ধর্ম, সব জাতি, সব শ্রেণির মানুষ যে বাংলায় শান্তিতে বসবাস করে, সেই বাংলাকে তিনি বলছেন, রোহিঙ্গা আর বাংলাদেশিদের রাজ্য। এসব অপমান বাংলার মানুষ সহ্য করবে না। আগামীতে কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলা। সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বাংলা ও বাঙালিকে প্রত্যেকটা দিন ধরে অপমান করে চলেছে বিজেপি! ভিনরাজ্যে বাংলার মানুষকে হেনস্থা-মারধর চলছিল, বাংলার মনীষীদের কলুষিত করার অপচেষ্টা চলছিল। বাংলার মানুষকে যত অপমান করবে, বাংলা থেকে তত তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে এই বাঙালি-বিদ্বেষী এই দলটা।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। ২৫০-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। তাঁর সংযোজন, বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালবাসা পাওয়া যায় না। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ওদের রুখতে যা পরিকাঠামো প্রয়োজন, কংগ্রেস তা তৈরি করতে পারেনি। ওদের হারাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল হবেন। তা ওঁরা বারবার প্রমাণ করেছেন বাংলাতে। দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘আমার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না/ বাংলা আমার বাংলা রবে, বন্ধু আবার খেলা হবে’।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago