প্রতিবেদন: মোদি মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীই আঙুল তুললেন গেরুয়া সরকারের দিকে। শিবাজির মূর্তি তৈরিতেই যে গলদ ছিল স্বীকার করে নিলেন নীতিন গড়কড়ি। সমুদ্রের কাছাকাছি মূর্তি নির্মাণ করলে, সেটা স্টেইনলেস স্টিল দিয়ে করা উচিৎ। সেটা হলে সিন্ধুদুর্গে শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ত না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা মূর্তি ভেঙে পড়া নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তাঁরই মন্ত্রিসভার সদস্য নীতিন গড়কড়ি।
আরও পড়ুন-মহিলাদের সাজাতে প্রস্তুত স্বনির্ভর গোষ্ঠী
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমি গত তিন বছর ধরে চাপ দিয়ে আসছি যে সমুদ্রের কাছাকাছি নির্মিত সেতু-সহ যে কোনও নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা উচিত। এক্ষেত্রে সেটা না হওয়াতেই বিপত্তি। অভিযোগ নীতিনের। উপকূলীয় অঞ্চলে জং-প্রতিরোধী ধাতু ব্যবহার করার প্রয়োজনীয়তার কথা বলেন নীতিন গডকড়ি। তাঁর কথায়, যখন আমি মুম্বইতে ৫৫টি উড়ালপুল নির্মাণের কাজে হাত দিই, তখন একজন আমাকে পাউডারের প্রলেপ দেওয়া লোহার রড দেখিয়ে বলেন, সেগুলি জং-প্রতিরোধী। কিন্তু দেখা যায়, সেগুলিতেও মরচে ধরেছে। আমি মনে করি সমুদ্র থেকে ৩০ কিলোমিটারের মধ্যে রাস্তার উপর সমস্ত নির্মাণে স্টেইনলেস স্টিল ব্যবহার করা উচিত। ছত্রপতির মূর্তি নির্মাণে যদি স্টেইনলেস স্টিল ব্যবহার করা হত, তবে সেটি কখনই ভেঙে পড়ত না।