জাতীয়

জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা বসানোর দাবি শিবরাজনের, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

প্রবীণ বিজেপি (BJP) নেতা এবং প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য এন শিবরাজন ভারতের জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা ব্যবহার করার কথা বলে বিতর্কে জড়িয়েছেন। পালাক্কাড়ের আঞ্চুভিলাক্কু জংশনে বিজেপি আয়োজিত একটি বিক্ষোভের সময় এই ঘটনাটি ঘটে। সেখানে এলডিএফ এবং ইউডিএফ দুজনের বিরুদ্ধেই ‘ভারত মাতা’র অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভ চলাকালীন পালাক্কাড় পৌরসভার বিজেপির বর্তমান কাউন্সিলর শিবরাজন বলেন যে রাজনৈতিক দলগুলিকে জাতীয় পতাকার অনুরূপ পতাকা ব্যবহার নিষিদ্ধ করা উচিত। কংগ্রেস এবং এনসিপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন যে তাদের আলাদা পতাকা ব্যবহার করা উচিত। কংগ্রেসকে সবুজ পতাকা ব্যবহার করারও পরামর্শও দেন তিনি। শিবরাজন আরও বলেন যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, যারা ভারতীয় ইতিহাস সম্পর্কে অজ্ঞ তাঁরা ইতালির পতাকা উড়িয়ে দিতে পারেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরেই নেট দুনিয়ায় সরব হয় নেটিজেনরা।

আরও পড়ুন-মুর্শিদাবাদে ট্রেকার ও ডাম্পারের সংঘর্ষে মৃত ৫

এই পরিপ্রেক্ষিতে সোশ্যাল হ্যান্ডেলে তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লেখা হয়, ”বিজেপির বর্ষীয়ান নেতা ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য এন. শিবরাজন প্রকাশ্যে দাবি তুলেছেন ভারতের জাতীয় পতাকা সরিয়ে তার জায়গায় বিজেপির গেরুয়া পতাকা বসানোর!
এটি স্পষ্ট রাষ্ট্রদ্রোহ, এবং এর বিরুদ্ধে UAPA অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে একটিও নিন্দার শব্দ শোনা যায়নি। কেন? কারণ, শিবরাজন কেবল মুখ ফুটে বলে ফেলেছেন বিজেপির আসল মানসিকতা:

ভারতের বহুত্ববাদকে মুছে ফেলা
স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে অপমান করা
দেশের ইতিহাসকে বিকৃত করা
দেশের বৈচিত্র্যপূর্ণ ও গণতান্ত্রিক জাতির উপর- একদলীয়, এক মতাদর্শের শাসন চাপিয়ে দেওয়া
এই বিকৃত চিন্তাভাবনা দেশের সংবিধান, সংস্কৃতি এবং আত্মাকে আঘাত করছে।”

তৃণমূলের কথায়, বিজেপি চায় ভারতের বহুত্ববাদকে মুছে ফেলতে। তাদের উদ্দেশ্য স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে অপমান করা, দেশের ইতিহাসকে বিকৃত করা। দেশের বৈচিত্র্যপূর্ণ ও গণতান্ত্রিক জাতির উপর একদলীয়, এক মতাদর্শের শাসন চাপিয়ে দেওয়ার বিকৃত চিন্তাভাবনা থেকেই বিজেপি নেতার এহেন উক্তি। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া জরুরি। জরুরি কড়া ব্যবস্থা নেওয়া। বিজেপি নেতার বিকৃত চিন্তাভাবনা দেশের সংবিধান, সংস্কৃতি এবং আত্মাকে আঘাত করছে। তাই রাষ্ট্রদ্রোহের শামিল ওই বিবৃতি। এরপরও শীর্ষ নেতৃত্বের তরফে একটিও নিন্দার শব্দ শোনা যায়নি। কেন? কারণ, শিবরাজন কেবল মুখ ফুটে বলে ফেলেছেন বিজেপির আসল মানসিকতা।
বিজেপির কাছে দেশের সার্বভৌমত্ব রক্ষা কোনও বিষয় নয়। তাই তাকে আঘাত করলেও বিজেপি মুখ বুজে থাকে। তাই জাতীয় পতাকাকে গেরুয়া করে দেওয়ার সুপারিশের পরও কেরলের বিজেপি নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না। সম্প্রতি কেরলের রাজভবনের একটি অনুষ্ঠানে ভারতমাতার ছবির হাতে গেরুয়া পতাকা নিয়ে বিতর্কের সূত্রপাত। শিবরাজন দাবি করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তেরঙা জাতীয় পতাকাকে সরিয়ে এবার জাতীয় পতাকা গেরুয়া রঙের হওয়া প্রয়োজন। রাজভবনের সেই অনুষ্ঠান বয়কটও করে বিজেপি-বিরোধী দলগুলি। পুলিশে অভিযোগ দায়ের হয়।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago