করাচি, ১ নভেম্বর : টানা দুটো ম্যাচ হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা প্রায় শেষ বিরাট কোহলিদের। অঙ্কের হিসেবে প্রতিযোগিতা থেকে এখনও ছিটকে যায়নি ভারত। কিন্তু যা পরিস্থিতি তাতে বিরাটরা শেষ চারে উঠলে, সেটা হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন। বিশ্বকাপে বিরাট বাহিনীর পারফরম্যান্স বিস্মিত করেছে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারকে। তিনি সরাসরি বলছেন, ‘‘এই ভারতকে দেখে মনে হচ্ছে অতি সাধারণ একটি দল। যারা কোনও পরিকল্পনা ছাড়াই টি-২০ বিশ্বকাপে খেলতে এসেছে।’’
একই সঙ্গে শোয়েবের দাবি, এমন খেললে আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতীয়দের কপালে দুঃখ আছে। তিনি বলেন, ‘‘বিরাটরা যদি আফগানিস্তানের বিরুদ্ধেও হেরে যায়, তাহলে অবাক হব না। আমার তো মনে হচ্ছে, ওই ম্যাচেও আফগানরা যদি টস জিতে প্রথমে বল করে, তাহলে বিরাটদের কপালে ফের দুঃখ আছে। কারণ আবুধাবিতে ম্যাচ। ওখানের পিচ তো আরও বেশি মন্থর।’’
আরও পড়ুন : ত্রিপুরায় ফের সুস্মিতার উপর হামলার চেষ্টা
প্রাক্তন পাক পেসারের কটাক্ষ, ভারতীয় ক্রিকেটাররা এখন মাঠের চেয়ে ইনস্টাগ্রামে খেলতেই বেশি আগ্রহী! এই প্রসঙ্গে শোয়েবের চাঁচাছোলা মন্তব্য, ‘‘ভারতীয়দের উচিত ইনস্টাগ্রাম ছেড়ে মাঠে নেমে সত্যিকারের ক্রিকেট খেলায় মনোনিবেশ করা। কারণ এটা একটা প্যাশন, ফ্যাশন নয়।’’তাঁর বাড়তি সংযোজন, ‘‘ভারতের যা বোলিং শক্তি, তাতে ওদের পক্ষে ম্যাচ জেতা রীতিমতো কঠিন। একমাত্র জসপ্রীত বুমরাকে দেখে মনে হচ্ছে উইকেট পেতে পারে। বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ড ম্যাচে মোটামুটি বল করেছে। বাকিদের কথা যত কম বলা যায়, ততই ভাল।’’ ভারতের রণনীতিতেও পরিকল্পনার অভাব ছিল বলে মনে করছেন শোয়েব। তিনি বলেন, ‘‘রোহিতকে কেন ওপেন করানো হবে না? ঈশান কিষানের মতো অনভিজ্ঞকে বোল্টদের মুখে ঠেলে দেওয়া হল! হার্দিক পাণ্ডিয়া শেষ দিকে বল করল। কেন ওকে আরও আগে বল করানো হল না?’’ শোয়েব আরও জানিয়েছেন, এমনটা যে হতে চলেছে তা তিনি নাকি আগেই জানতেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বিস্ফোরক মন্তব্য, ‘‘এটা হওয়ারই ছিল। বিশ্বকাপ শুরুর আগেই ভারতীয় সংবাদমাধ্যম বিরাট কোহলিদের এতটাই তোল্লাই দিয়েছে যে, পাকিস্তান ম্যাচ হেরে ওরা চাপে পড়ে গিয়েছিল। সেই চাপ থেকে আর বেরোতে পারেনি।’’ তিনি আরও বলেন, ‘‘মানছি দুবাইয়ে টস একটা ফ্যক্টর। কিন্তু বলে ভারতীয় টপ অর্ডার এভাবে ব্যাট করবে? ওদের দেখে মনে হয়েছে প্রতিটি বলে চার-ছয় মারতে চাইছে। তা কি আদৌ সম্ভব!’’