নয়াদিল্লি, ৩১ মে : কেরিয়ারের কঠিন সময়ে শোয়েব আখতারকে পাশে পেলেন বিরাট কোহলি। দীর্ঘদিন হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। সদ্যসমাপ্ত আইপিএলেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে কিং কোহলিকে।
শোয়েব যদিও বলছেন, ‘‘বিরাটকে ওর প্রাপ্য সম্মান দিন। ওর সম্পর্কে ভাল কথা বলুন। একজন পাকিস্তানি হয়েও আমি বলছি, ও-ই সর্বকালের সেরা। আমি দেখতে চাই বিরাট যখন অবসর নেবে, ওর নামের পাশে ১১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে। আমি চাই বিরাট ৪৫ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাক।’’ প্রসঙ্গত, বিরাটের ব্যাট থেকে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছিল ২০১৯ সালে। ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট ম্যাচে। তারপর থেকেই তাঁর ব্যাটে সেঞ্চুরির খরা।
আরও পড়ুন-ডাবলসের সেমিফাইনালে বোপান্না-মিডলক্লুপ জুটি, ফরাসি ওপেন শেষ মেদভেদেভের
বিরাটকে বার্তা দিয়ে প্রাক্তন পাক পেসার আরও বলেন, ‘‘বিরাট, এই কঠিন সময়ই তোমার কাছে ১১০টি সেঞ্চুরি করার অনুপ্রেরণা। তুমি যদি দেওয়ালি নিয়ে ট্যুইট কর, তাহলেও তোমাকে সমালোচিত হতে হয়। লোকে তোমার স্ত্রী এবং বাচ্চাকে নিয়েও ট্যুইট করে। বিশ্বকাপে ব্যর্থতার পরও এরা তোমার দিকেই আঙুল তুলেছিল। এসব নিয়ে মাথা না ঘামিয়ে সবাইকে দেখিয়ে দাও বিরাট কোহলি কী করতে পারে।’’
শোয়েবের বক্তব্য, ‘‘এই সমালোচকরা শচীন তেন্ডুলকরের কাছ থেকেও শিক্ষা নিতে পারেন। শচীন আমার দেখা সর্বকালের সেরা এবং ভদ্রলোক। ওকে কখনও কারও সম্পর্কে কটু মন্তব্য করতে দেখেছেন? যে সব প্রাক্তনরা বিরাটের সমালোচনা করছেন, তাঁদের উচিত পরিণত মানুষের মতো মন্তব্য করা।’’