তুমি অনেকের প্রেরণা, সানিয়াকে বার্তা শোয়েবের

Must read

দুবাই: তুমি অনেকের প্রেরণা। স্ত্রী সানিয়া মির্জাকে এভাবেই বার্তা দিলেন শোয়েব মালিক (Shoaib Malik- Sania Mirza)। আর এই এক বার্তায় আলোড়ন পড়ে গেল ক্রীড়া মহলে। তাহলে কি পারস্পরিক নীরবতার আড়ালে সম্পর্কের ভিত এখনও অটুট? শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে খেলেছেন সানিয়া। এটাই ছিল ৩৬-এর সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। রোহন বোপান্নকে নিয়ে ব্রাজিলীয় জুটির কাছে ফাইনালে হেরে গেলেও হায়দরাবাদের টেনিস সুন্দরী বরাবরের মতো সবার হৃদয় জিতে নিয়েছেন।

অপেক্ষা ছিল তাঁর ক্রিকেটার স্বামী স্ত্রীর শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলা নিয়ে কী প্রতিক্রিয়া দেন। বিশেষ করে সানিয়া ও শোয়েবের (Shoaib Malik- Sania Mirza) সম্পর্কের শীতলতা নিয়ে যখন নানা কথা উড়ছে। দু’জনের কেউই এটা নিয়ে কোনও শব্দ বলেননি। কিন্তু এক পাক মডেলের সঙ্গে শোয়েবের বহুল প্রচারিত ফটো সেশনের পর এই ক্রীড়া দম্পতির বিচ্ছেদের আশঙ্কা ডালপালা মেলেছে অনেকদিন।

আরও পড়ুন-জিতে তিনে মোহনবাগান

এই অবস্থায় প্রাক্তন পাক অধিনায়কের ট্যুইট বার্তা অনেকের কাছেই যথেষ্ট ইঙ্গিতবাহী মনে হয়েছে। শোয়েব স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মেয়েদের খেলার জগতে তুমি বহু প্রত্যাশিত আশার আলো। তুমি কেরিয়ারে যা অর্জন করেছ, তাতে আমি দারুণ গর্বিত। তুমি অনেকের প্রেরণা, এগিয়ে চলো শক্তিশালী হয়ে। অবিশ্বাস্য এক কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন’।

সানিয়া আগেই বলেছেন, তিনি আগামী মাসে দুবাই ওপেন খেলে টেনিস থেকে অবসর নেবেন। কেরিয়ারে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে তাঁর। তিনটি ডাবলস, তিনটি মিক্সড ডাবলস। শুক্রবার খেলার শেষে সানিয়া বলেন, ‘‘১৮ বছর আগে এখানেই আমি তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেলেছিলাম। তখন ১৮ বছর বয়স ছিল আমার। তারপর এই রড লেভার এরিনায় বারবার খেলতে এসেছি”। বাবা-মা ও চার বছরের সন্তান ইজহানের সামনে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনাল খেলাটাও ছিল সানিয়ার কাছে খুব স্পেশাল। অনেকের এখন এটা নিয়ে কৌতূহল যে, শোয়েবের এই বার্তায় তিনি কী প্রতিক্রিয়া দেন।

Latest article