ইমরানের ‘টোটকা’ দায়িত্ব চান শোয়েব

শোয়েবের দাবি, তাঁকে পাকিস্তানের কোচ করা উচিত। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, আমি জাতীয় দলের কোচ হতে চাই।

Must read

দুবাই, ২৩ সেপ্টেম্বর : মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দু-বার পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। বাইশ গজে দু-দেশের সাম্প্রতিক সাক্ষাতের রেকর্ড বলছে, এই ম্যাচে ভারতের জয় এবং পাকিস্তানের হারটাই ভবিতব্য। এমনই পরিস্থিতিতে পাক ক্রিকেটে ডামাডোল তুঙ্গে। দেশের ক্রিকেটকে খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। কাপ্তানের ‘দাওয়াই’, পাকিস্তানের হয়ে ব্যাট হাতে মাঠে নামুক সেনাপ্রধান আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। একমাত্র তাহলেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান। অন্যদিকে, প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার চান জাতীয় দলের কোচ হতে। একাধিক মামলায় জেলবন্দি ইমরান। সোমবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। পরে সংবাদমাধ্যমের সামনে আলিমা বলেন, ইমরান বলেছে, ভারতকে হারাতে গেলে পাকিস্তানের সামনে একটাই পথ রয়েছে, সেটা হল মুনির আর নাকভি একসঙ্গে ওপেন করুক। তবে সেটাও যথেষ্ট নয়। পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজি ইসা এবং প্রাক্তন নির্বাচন কমিশনার সিকান্দার রাজাকে ম্যাচের আম্পায়ার হতে হবে। তৃতীয় আম্পায়ার হবেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সরফরাজ ডোগার।

আরও পড়ুন-বেনজির দুর্যোগ কলকাতায়, অবিশ্রান্ত বর্ষণে বিপর্যস্ত জনজীবন, রেকর্ড বৃষ্টি ৩৯ বছরে সর্বাধিক

শোয়েবের দাবি, তাঁকে পাকিস্তানের কোচ করা উচিত। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, আমি জাতীয় দলের কোচ হতে চাই। কিন্তু পিসিবি আমাকে কখনও এই দায়িত্ব দেবে বলে মনে হয় না। বলছি না, আমাকে পূর্ণ ক্ষমতা দাও। সব ঠিক করে দেব, এমনটাও নয়। আমি দলগত কাজে বিশ্বাসী। ২০ সদস্যের একটা নির্বাচন কমিটি তৈরি করতে চাই। আমি তাদের পরামর্শ দেব। আমি দেশের ক্রিকেটের উন্নতিতে সঠিক কাজই করব।

Latest article