তৃণমূল কংগ্রেসে রাজনীতির সেকেন্ড ইনিংস শুরু শোভন চট্টোপাধ্যায়ের, সঙ্গে বৈশাখী

বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কলকাতার (Kolkata) প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Must read

‘কাননে ফুটল জোড়াফুল’। ছাব্বিশের নির্বাচনের আগেই ঘর ওয়াপসি। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন কলকাতার (Kolkata) প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার, বিকেল ৩টে নাগাদ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করে তাঁদের দলে যোগদান করানো হয়। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে দুজনকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। যোগ দিয়ে শোভন জানান, নিজের ঘরে, নিজের সংসারে ফেরার অনুভূতি মুখে বলার নয়। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অরূপ বিশ্বাস জানান, সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে হবে। দলে ফিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন শোভন-বৈশাখী। সেই সময় পেয়েছেন তাঁরা। তৃণমূল ভবন থেকে সরাসরি কালীঘাটে অভিষেকের অফিসে যান দুজনে।

আরও পড়ুন-দিল্লিতে বাতাসের মান ‘ভেরি পুয়োর’, বাড়ছে উদ্বেগ

২০১৮-তে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু পদ্মশিবিরের সঙ্গে সেই মধুচন্দ্রিমা বেশিদিন স্থায়ী হয়নি। সম্পর্ক তিক্ত হতেই গেরুয়া শিবির আনুষ্ঠানিক ভাবে ছাড়েন শোভন-বৈশাখী। গত কয়েক বছর ধরেই তাঁদের তৃণমূলের ফেরার জল্পনা তৈরি হয়। অবশেষে তৃণমূলে ফিরছেন তাঁরা।

গত ২৫ সেপ্টেম্বরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে (Baisakhi Banerjee) কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে হাজির হন শোভন। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় অভিষেকের সঙ্গে। সেই বিষয়ে শোভন বলেছিলেন, যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কথা বলে সমৃদ্ধ হয়েছেন। দলের কাজে আগ্রহী তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময়, আচমকা পাহাড়ে গিয়ে প্রায় ২ ঘণ্টা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্তে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নতুন পদ পাওয়ার খবরে আপ্লুত ও তৃণমূল সভানেত্রীর প্রতি কৃতজ্ঞ শোভন বলেন, ”মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।” এবার দলে যোগ দিতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন-আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরে শোভন জানান, তাঁর শিরায়-ধমনীতে তৃণমূল কংগ্রেস। নিজের ঘরে, নিজের সংসারে ফেরার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ফের এদিন প্রাক্তন মেয়র জানান, মমতা-অভিষেক তাঁকে যেভাবে কাজ করতে বলবেন, তিনি সেভাবেই কাজ করতে প্রস্তুত।

অরূপ বিশ্বাস জানান, শোভন ও বৈশাখী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। তিনি সময় দিয়েছেন। পরে অরূপের সংযোজন সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। তৃণমূল ভবন থেকেই কালীঘাটে অভিষেকের বাড়ির উদ্দেশে রওনা দেন শোভন এবং বৈশাখী।

Latest article