মর্মান্তিক! ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে রাস্তায় তরুণীকে মার.ধর

জানা গিয়েছে, ঘটনা গত ১১ এপ্রিলের। আক্রান্ত ওই তরুণী এখন কোথায় সেই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় আপাতত ৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

Must read

বাংলাদেশের (Bangladesh) বুকে ফের এক ভয়াবহ ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে রাস্তায় এক তরুণীকে মারধরের ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘটনাটি বাংলাদেশের খিলগাঁওয়ের। বাংলাদেশের খিলগাঁও এলাকার ‘আপন কফিশপ’র সামনের রাস্তায় এক তরুণীকে লাঠি দিয়ে এক যুবক মারধর করছেন দেখা যাচ্ছে। তরুণী মেরুন রঙের পোশাক পরে ছিলেন। ওই তরুণীকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরকদমে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন-রাজ্যবাসীকে বাংলা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

জানা গিয়েছে, ঘটনা গত ১১ এপ্রিলের। আক্রান্ত ওই তরুণী এখন কোথায় সেই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় আপাতত ৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। ‘আপন কফি হাউস’র সামনে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা সকলেই দাবি করছেন ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তবে মানসিক ভারসাম্যহীনকে এভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করা নিয়ে নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। আশপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই ঘটনাটি দেখছেন, তবে কেউ কোনও প্রতিবাদ করেননি। ধৃতরা জেরার মুখে জানিয়েছে, ওই তরুণী কফি হাউসে এসে তাদের বিরক্ত করতেন। তাদের বয়ানের সত্যতা যাচাই করতে তরুণীকে খুঁজছে পুলিশ। তবে এতদিন পরেও তরুণীকে খুঁজে না পাওয়া প্রশাসনের ব্যর্থতাই প্রকট করে তুলছে।

পুলিশের তরফে খবর, তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তরুণীর মোবাইল নম্বর বা বাড়ির ঠিকানার হদিশও বাংলাদেশের পুলিশ পায়নি। তারা বিষয়টি খতিয়ে দেখছে।

 

Latest article