প্রতিবেদন: বিজেপি-নীতীশ শাসিত বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ক্রমশই প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার প্রমাণ মিলল আবার। বিয়েবাড়িতে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে চলল গুলি। প্রাণ হারালেন ২ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, ভোজপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জেলায়।
আরও পড়ুন-কর্নাটকের প্রাক্তন ডিজিকে খুন, গ্রেফতার করা হল স্ত্রী পল্লবীকে
ঘটনার সূত্রপাত রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ। ভোজপুরের গড়হানি থানা এলাকায় লাহারপা গ্রামে তখন রীতিমতো জমে উঠেছে বিয়েবাড়ি। আলোর রোশনাই, সানাই, হাসিঠাট্টায় মজে রয়েছেন অতিথিরা। এমন সময় বাইরে ব্যাপক চিৎকার চেঁচামেচি, কথা কাটাকাটি। গাড়ি পার্কিং নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয়ে গিয়েছে অশান্তি, হাতাহাতি। আচমকাই গুলির শব্দ। একপক্ষের লোকজন গুলি চালাতে শুরু করে অন্যপক্ষকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দু’জন। একজন প্রাণ হারান ঘটনাস্থলেই। আর একজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। নিহতরা হলেন লবকুশ এবং রাহুল। গুলিবিদ্ধ বাকি ৫ জন আরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেউ গ্রেফতার হয়নি।