প্রতিবেদন : বিজেপির শাসনে বিহারে চলছে জঙ্গলরাজ। প্রকাশ্যে বন্দুকবাজি এখন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। বিহারে এবার আরা রেলস্টেশনে চলল গুলি। মৃত্যু হল তিনজনের। প্রেমের সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। বিহারের আরা রেলস্টেশনের ঘটনা। মঙ্গলবার রাতে স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুটব্রিজের উপর আচমকাই গুলি চলে। ভরা রেলস্টেশনে বছর ২৩-এর এক যুবক বছর ১৬-র এক কিশোরী ও তার বাবার উপর গুলি চালায়। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও বিহার পুলিশ।
আরও পড়ুন-দিনের শুরুতে প্রাতঃভ্রমণ, মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
বিহারের ভোজপুরের বাসিন্দা আমন কুমার ওই কিশোরী ও তার বাবাকে অনুসরণ করে আরা স্টেশনে আসে। ওই কিশোরী এক আত্মীয়ের সঙ্গে দিল্লি যাচ্ছিল। ট্রেনে তুলতে এসেছিলেন তার বাবা। সেই সময় আমন ফুটব্রিজে তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্ল্যাটফর্মের ৪০টি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে ফুটব্রিজের উপরের সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখা হবে। বন্দুক হতে কীভাবে প্ল্যাটফর্মে চলে এল যুবক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে সে বন্দুক পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই খুন ও আত্মহত্যা।