গুয়াহাটি : অসমের (Assam) পশ্চিম কার্বি আংলং জেলায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় মঙ্গলবার। সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত দু’জনের। সংঘর্ষ থামাতে পুলিশ প্রথমে লাঠি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গুলিও চলেছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নামাতে হয় সেনা। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
আরও পড়ুন-বিদ্বেষের বিষে ভরা বিজেপির ধর্মের নামে বজ্জাতি
জানা গিয়েছে ওই অঞ্চলে পশুচারণের জন্য সংরক্ষিত জমিতে একটি বিশেষ ভাষাভাষী মানুষ অবৈধভাবে দখল করে রয়েছে বলে সেখানকার আদিবাসীদের অভিযোগ। এই বিষয়টিকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত সোমবার। উচ্ছেদ অভিযান শুরু হলে মঙ্গলবার তা চরম পর্যায়ে পৌঁছয়। সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে।

