হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিতে হামলা! পলাতক বন্দুকবাজ

Must read

মার্কিন মুলুকের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকবাজের হামলা (Harvard University shooting)! আতঙ্কিত পড়ুয়ারা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ম্যাসাচুসেটসে কেমব্রিজ ক্যাম্পাসের কাছে শ্যারমান স্ট্রিট এলাকায় এক সাইকেল আরোহীকে বন্দুক থেকে গুলি ছুঁড়তে দেখা যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্যাম্পাসে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন- গুণ্ডারাজ! ডবল ইঞ্জিন রাজ্যে বিসর্জনের সময় ওসিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর

আমেরিকায় বন্দুকবাজার হামলা কোনও নতুন ঘটনা নয়। তবে বিশ্বের অন্যতম নামী শিক্ষার প্রতিষ্ঠানে এইভাবে গুলিবর্ষণের ঘটনায় খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেমব্রিজ ক্যাম্পাসের পর বন্দুকবাজকে বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ কোয়াডের দিকে এগিয়ে যেতেও দেখা যায়। অভিযুক্তের নিশানায় ঠিক কারা ছিলেন সেটা স্পষ্ট নয়। কেমব্রিজ পুলিশের (Cambridge Police) তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর সন্ধান না মিললেও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সাধারণ মানুষের সুরক্ষা যাতে বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। কিন্তু কেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে (Harvard University shooting) টার্গেট করা হল? পুলিশের ধারণা, হিংসাত্মক কার্যকলাপের মনোভাব নিয়ে গুলি চালিয়েছে বন্দুকবাজ। তল্লাশি জারি রয়েছে।

Latest article